নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলামের’ আধ্যাত্মিক নেতা মাহমুদ হাসান গুনবি ওরফে হাসানকে আটক করেছে র‍্যাব।

শুক্রবার (১৬ জুলাই) র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

আ ন ম ইমরান খান বলেন, ‘আনসার আল ইসলামের’ আধ্যাত্মিক নেতা মাহমুদ হাসান গুনবি ওরফে হাসানকে আটক করা হয়েছে। রাজধানী ঢাকার শাহ আলী থানাধীন বেড়িবাঁধ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে র‍্যাব।

এ বিষয়ে আজ শুক্রবার (১৬ জুলাই) বিকেলে কারওয়ান বাজার র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও তিনি জানান।

এমএসি/এমএইচএস