মিরপুরে পারিবারিক কলহে স্ত্রীর আত্মহত্যা
রাজধানীর মিরপুরে স্বামীর সঙ্গে ঝগড়া করে সালমা আক্তার (২৩) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রোববার (১ আগস্ট) পল্লবী থানাধীন একটি বাসায় ঘটনাটি ঘটে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী মিন্টুকে আটক করেছে পুলিশ।
এ বিষয়ে মিন্টু ঢাকা পোস্টকে বলেন, তিন মাস আগে আমাদের পারিবারিকভাবে বিয়ে হয়। আমরা দুই জনই মিরপুরের একটি ইভেন্ট কোম্পানিতে চাকরি করতাম। গতকাল রাতে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সালমা ঘরে গিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়।
বিজ্ঞাপন
পরে সালমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিন্টু ও সালমা দম্পতি পল্লবীর ৪ নম্বর লাইনের মা মঞ্জিলের ১৩ নম্বর বাসায় বসবাসরত ছিলেন। সালমার গ্রামের বাড়ি বরগুনার গোপখালী গ্রামে। তিনি ওই এলাকার মতিউর রহমানের মেয়ে।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। স্বামীর সঙ্গে কথা বলে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার এক পর্যায়ে সালমা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। স্বামী মিন্টুকে আটক করে পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে।
এসএএ/এমএইচএস