জমির হোসেন ওরফে জমির

নাম-পরিচয় গোপন রেখে আট বছর পলাতক থাকার পর অবশেষে গ্রেফতার হয়েছেন চট্টগ্রামের  আলোচিত একটি হত্যাচেষ্টা মামলার আসামি। 

শনিবার (১৪ আগস্ট) দিনগত রাতে চট্টগ্রামের হালিশহর থানার ছোটপোল ইসলামিয়া ব্রিকফিল্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার আসামির নাম জমির হোসেন ওরফে জমির (৩৬)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার কুটি পূর্বপাড়া বিল্লাল মিয়ার বাড়ির মৃত আনোয়ার আলীর ছেলে।

রোববার (১৫ আগস্ট) ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, জমির আলোচিত ঠিকাদার সাগর হত্যাচেষ্টা মামলার আসামি। চাঁদা দিতে রাজি না হওয়ায় ২০১৪ সালে আগ্রাবাদ সিজিএস ভবনের অফিস থেকে বাসায় ফেরার পথে জমির ও তার সাঙ্গপাঙ্গরা সাগরকে আগ্রাবাদ সিজিএস কলোনির এফ-৩ টাইপ বিল্ডিংয়ের পেছনে বল্লার মাঠে নিয়ে যান। তখন হত্যার উদ্দেশ্যে ব্যাপক মারধর করা হয় সাগরকে। এ সময় হত্যাচেষ্টাকারীরা ধারালো কিরিচ, পেরেকযুক্ত কাঠের বাটাম লাঠি, লোহার রড দিয়ে সাগরকে আঘাত করেন। গুরুতর আহত হলে সাগরকে মৃত ভেবে ফেলে রেখে যান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় সাগর আদালতে মামলা করলে পালিয়ে যান মামলার আসামিরা। জমির নাম-পরিচয় গোপন করে পলাতক থাকেন। অবশেষে শনিবার (১৪ আগস্ট) দিনগত রাত একটার দিকে তাকে গ্রেফতার করা হয়। 

কেএম/এইচকে