শোক দিবসে ওব্যাট হেল্পার্সের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে সেচ্ছাসেবী সংগঠন ওব্যাট হেল্পার্স বাংলাদেশ। রোববার (১৫ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরের শের শাহসুরী রোডে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে মিরপুর ও মোহাম্মদপুরের শিক্ষার্থীরা অংশ নেন।
প্রতিযোগিতা অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিজ্ঞাপন
এ সময় ১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সব শহীদদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এর আগে দুপুর ২টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ওব্যাট হেল্পার্সের প্রজেক্ট ম্যানেজার মো. রাজু ও নির্বাহী পরিচালক সাবেরা সুলতানা।
বিজ্ঞাপন
এসআই/এমএইচএস