জাপানের কানসাইয়ে জাতীয় শোক দিবস পালিত
জাপানের ওসাকাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। স্থানীয় সময় রোববার (১৫ আগস্ট) বাংলাদেশ আওয়ামী লীগ কানসাই শাখার উদ্যোগে দিবসটি পালিত হয়।
কানসাই আওয়ামী লীগ শাখার সভাপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যম যুক্ত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। তিনি বাংলাদেশ গঠনে বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর পরিবারের সক্রিয় ভূমিকা তুলে ধরেন।
বিজ্ঞাপন
আয়োজক সংগঠনের দফতর সম্পাদক ইফতেখার খন্দকার ও সহ দফতর সম্পাদক সাইফুল আলম অনুষ্ঠানে সঞ্চালনা করেন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমিনুর রহমান, মাসুদুল হাসান ও বজলুল করিম হীরা, সহ-সভাপতি মো. হারুনুর রশিদ, সহ সভাপতি অসীম কুমার সাহা, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহফুজুল করিম, সাংগঠনিক সম্পাদক শামীমুল আজাদ রাজু, সাইফুল ইসলাম, আর. এ সরকার রবিন প্রমুখ।
বিজ্ঞাপন
এ সময় বক্তারা বঙ্গবন্ধুর জীবন-বৃত্তান্ত ও ১৫ আগস্টের নারকীয় হত্যাকাণ্ডের ইতিহাস তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে আবু সাদাত মোহাম্মদ সায়েম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ আর দেশের মানুষকে হৃদয় দিয়ে ভালোবাসতেন। তিনি বাংলাদেশকে সম্মানজনক অবস্থানে পৌঁছে দিতে আজীবন সংগ্রাম করে গেছেন। বঙ্গবন্ধু বাংলাদেশের মানুষকে ভালোবাসতেন বলেই এতটা ত্যাগ স্বীকার করতে পেরেছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাপান ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম দিদার, ওসাকা ছাত্রলীগের সভাপতি মো. সাকিব হাসান ও সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাতসহ কানসাই যুবলীগ ও কানসাই স্বেচ্ছাসেবক লীগের নেতারা উপস্থিত ছিলেন।
পিএসডি/এমএইচএস