ভারতের নয়টি রাজ্যে ছড়িয়ে পড়েছে বার্ড ফ্লু

সম্প্রতি ভারতে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব দেখা দেওয়ায় দেশটি থেকে মুরগি, মুরগির বাচ্চা, প্যারেন্ট স্টক, হাঁস, পাখি ও ডিম আমদানি বন্ধ ও অনুপ্রবেশ ঠেকাতে তিন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

এসব প্রাণীর আমদানি বন্ধে বাণিজ্য মন্ত্রণালয়, অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি ও কোস্টগার্ডকে নির্দেশনা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এবং সমুদ্র, নৌ ও স্থলবন্দরগুলোর জন্য নৌপরিবহন মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে।

গত ১২ জানুয়ারি ওই তিন মন্ত্রণালয় ও বিভাগে পৃথক চিঠিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন এ তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, সম্প্রতি ভারতের নয়টি রাজ্যে ছড়িয়ে পড়েছে বার্ড ফ্লু। সর্বশেষ দিল্লি ও মহারাষ্ট্র সংক্রমণের খবর জানিয়েছে। এর আগে উত্তরপ্রদেশ, কেরালা, রাজস্থান, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, হরিয়ানা এবং গুজরাটে বার্ড ফ্লু শনাক্ত হয়।

মহারাষ্ট্রে গত দুই দিনে ৮০০ মুরগীর মৃত্যু হয়েছে। তাদের নমুনা পরীক্ষায় বার্ড ফ্লু সংক্রমণ ধরা পড়েছে। এখন পর্যন্ত সর্বোচ্চ পাখি মৃত্যুর ঘটনা ঘটেছে হরিয়ানায়। গত কয়েক সপ্তাহে রাজ্যটিতে চার লাখেরও বেশি পাখি মারা গেছে। সতর্কে আছে জম্মু ও কাশ্মীর এবং ছত্তিশগড়।

হাঁস-মুরগি ও এ জাতীয় পাখি আমদানি নিষিদ্ধ এবং গাজীপুরে রাজ্যের সবচেয়ে বড় পাইকারি পোল্ট্রি বাজার বন্ধ করে দিয়েছে দিল্লি। সংক্রমণ ঠেকাতে প্রতিটি জেলায় বিশেষজ্ঞদের নিয়ে জরুরি টিম গঠন করা হয়েছে।

কেরালার আলাপ্পুঝা ও কোত্তায়াম জেলায় ১২ হাজার হাঁস মারা যাওয়ার পর সেখানে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার এইচফাইভএনএইট স্ট্রেইন নিশ্চিত হলে গত সপ্তাহে ১০ হাজারের মতো পাখি হত্যা করা হয়। আক্রান্ত এলাকায় মুরগি বিক্রির ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

একে/এসআরএস