মালদ্বীপে বাংলাদেশি ব্যাংক চান হাইকমিশনার
মালদ্বীপের গভর্নরের সঙ্গে হাইকমিশনার নাজমুল হাসানের সাক্ষাৎ
মালদ্বীপে বাংলাদেশি কর্মীদের সুবিধার্থে একটি বাংলাদেশি ব্যাংক খুলতে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সহযোগিতা চেয়েছেন হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল নাজমুল হাসান।
হাইকমিশনার বাংলাদেশি কর্মীদের দেশে অর্থ প্রেরণে ডলারের পরিবর্তে এমভিআর পদ্ধতি চালুর অনুরোধও জানান।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংকের (এমএমএ) গভর্নর আলী হাশিমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব সহযোগিতা চান হাইকমিশনার নাজমুল হাসান।
সেখানে দুই দেশের ব্যাংকিং সেক্টরে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। আলোচনায় মালদ্বীপে কর্মরত বাংলাদেশি কর্মীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পায়।
বিজ্ঞাপন
প্রবাসী বাংলাদেশিদের দেশে অর্থ প্রেরণের ক্ষেত্রে ডলারের পরিবর্তে এমভিআর চালুর বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরেন হাইকমিশনার।
জবাবে মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বাংলাদেশিদের দেশে অর্থ প্রেরণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি অবহিত রয়েছেন বলে হাইকমিশনারকে জানান। তিনি এ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন। দেশটি ব্যাংকিং চ্যানেলে অর্থ প্রেরণে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে বলে উল্লেখ করেন গভর্নর।
ভারত মহাসাগরের ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র মালদ্বীপে ৪ লাখ মানুষের বাস। দেশটিতে প্রায় এক লাখ বাংলাদেশি কর্মী রয়েছেন। তাদের বেশিরভাগই নির্মাণশিল্পে কাজ করছেন।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্র বলছে, মহামারির কারণে গত ১ এপ্রিল থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ৩ লাখ ২৬ হাজার ৭৫৮ জন প্রবাসী কর্মী দেশে ফিরেছেন। এরমধ্যে মালদ্বীপ থেকে ফিরেছেন প্রায় ১৫ হাজার কর্মী।
এনআই/এসআরএস