গতকাল যুক্তরাজ্য থেকে সিলেট ফেরেন ৩২ যাত্রী

যুক্তরাজ্য থেকে দেশে আসা যাত্রীদের ১৫ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের বাধ্যবাধকতা কমিয়ে ৪ দিন করা হয়েছে। শুক্রবার রাত ১২টা ১ মিনিট (১৬ জানুয়ারি) থেকে এ আদেশ কার্যকর হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে।

সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এরপরই একই বিষয় উল্লেখ করে বিমানবন্দর ও এয়ারলাইনসগুলোর জন্য পৃথক প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

সার্কুলারে বেবিচক জানায়, যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের সরকার নির্ধারিত হোটেলে নিজ খরচে চারদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। কোনো যাত্রী হোটেলে যেতে না চাইলে সরকারি ব্যবস্থাপনার কোয়ারেন্টাইন সেন্টারে থাকতে হবে। চারদিন পর যাত্রীদের পিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষা করা হবে। পরীক্ষায় নেগেটিভ ফল এলে বাড়িতে গিয়ে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। পরীক্ষায় করোনা পজেটিভ হলে সেই যাত্রীকে কোয়ারেন্টাইন সেন্টার থেকে সরকার নির্ধারিত হাসপাতালে আইসোলেশনে পাঠানো হবে। হাসপাতালের চিকিৎসা ব্যয় যাত্রীকে বহন করতে হবে।

করোনাভাইরাস মহামারির এক বছর পেরিয়ে আসার পর যুক্তরাজ্যে ভাইরাসটির নতুন একটি ধরন শনাক্ত হওয়ার পর বিভিন্ন দেশ দেশটির সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দেয়।

বাংলাদেশের মধ্যে এই দাবি উঠলেও সরকার এখনও লন্ডনের ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত নেয়নি। তবে ২০২১ সালের ১ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত যুক্তরাজ্য থেকে আসা সবাইকে নির্দিষ্ট হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করা হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে ঢাকায় অবতরণ করা যাত্রীদের নিকুঞ্জের বেস্টওয়েস্টার্ন প্লাস মায়া, বনানীর অমনি রেসিডেন্সি, হোটেল গ্রেস-২১, হোটেল এফোর্ড ইন, হোয়াইট প্যালেস হোটেল, মেরিনো রয়েল হোটেল এবং মেমেন্টো হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

আর সিলেটের যাত্রীদের জন্য হোটেল রোজভিউ, স্টার প্যাসিফিক, নুরজাহান গ্র্যান্ড, হলি গেট, লা-রোজ, ব্রিটানিয়া, অনুরাগ ও হোটেল হলিসাইড নির্ধারণ করা হয়েছে।

এদিকে বর্তমান সংকটময় পরিস্থিতিতে যুক্তরাজ্যের লন্ডনগামী দুইটি ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ। ফ্লাইট দুইটি হচ্ছে জানুয়ারি মাসের ২৩ ও ৩০ তারিখের। ফ্লাইট দুটির ঢাকা থেকে সিলেট হয়ে লন্ডন যাওয়ার কথা ছিল। আবার লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফেরার কথা ছিল।

এআর/এনএফ