নতুন রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ্ রাজা ফিলিপের কাছে পরিচয় পেশ করেন

বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন বেলজিয়ামের রাজা ফিলিপ।

বুধবার (১৩ জানুয়ারি) বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ্ দেশটির রাজা ফিলিপের কাছে পরিচয় পেশ করতে গেলে তিনি এ আগ্রহ প্রকাশ করেন।

রাষ্ট্রদূত রাজা ফিলিপকে বাংলাদেশ বিনিয়োগের জন্য অত্যন্ত আকর্ষনীয় বলে অভিহিত করেন। বিশেষ করে ওষুধ, তথ্যপ্রযুক্তি ও প্রকৌশল শিল্পে বিনিয়োগের আহ্বান জানান।  

রাজার কাছে বাংলাদেশের দারিদ্র্য দূরীকরণ, দুর্যোগ ব্যবস্থাপনা, অবকাঠামোগত অগ্রগতিসহ নানা উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন রাষ্ট্রদূত মাহবুব সালেহ্ । 

বাংলাদেশের প্রশংসনীয় আর্থ-সামাজিক উন্নয়ন দেখতে রাজা ফিলিপ বাংলাদেশ সফর বিবেচনা করবেন বলে জানান।

রাষ্ট্রদূত রাজা দম্পতিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে বাংলাদেশ সফরের অনুরোধ করেন। এ সময় বাংলাদেশ সফর করলে তা অত্যন্ত তাৎপর্যময় এবং বন্ধুপ্রতিম দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে জানান।

এ সময় রাজা ফিলিপ রাষ্ট্রদূত মাহবুবকে জানান, তিনি নব্বইয়ের দশকের শুরুতে বাংলাদেশে সফর করেছিলেন।

মাহবুব সালেহ্ রাজার কাছে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা পৌঁছে দেন।

রাষ্ট্রদূত রাজা ফিলিপকে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের সম্পর্কে বিস্তারিত তুলে ধরে ২০১৯-২০ বছরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে বেলজিয়ামের সহযোগিতার প্রশংসা করেন।

একইসঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসনে রাষ্ট্রদূত রাজাকে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগের জন্য অনুরোধ জানান।

এনআই/এসআরএস