রাজধানীর কাওরানবাজার এলাকায় প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে ২৪ হাজার ৮শ পিস ইয়াবা জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এ ঘটনায় তিন মাদক ব্যবসায়ীকে আটকসহ মাদক পরিবহনে ব্যবহার করা প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। আটকরা হলেন, মোহাম্মদ আলী হোসেন (৪৫), মো. জাকির হোসেন (৪০) ও মো. জুয়েল হোসেন (২৭)।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি বিশেষ দল রাজধানীর তেজগাঁও থানাধীন কাওরানবাজারের বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের গেইটের সামনে থেকে ইয়াবাসহ তাদের আটক করে।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন জানান- র‌্যাব জানতে পারে, একটি মাদক চক্র কক্সবাজারের টেকনাফ থেকে প্রাইভেটকারে করে ইয়াবার একটি বড় চালান নিয়ে কাওরানবাজার এলাকায় আসছে। চালানটি রাত ১২টার পর কাওরানবাজার এলাকায় সুবিধাজনক স্থানে হস্তান্তর করবে। তথ্যের ভিত্তিতে অভিযানিক দলটি বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের গেইটের সামনের রাস্তায় চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করে।

পরে রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজার থেকে আসা একটি সাদা রংয়ের প্রাইভেটকারের মধ্যে থাকা সন্দেহভাজন তিনজনকে ইয়াবার চালান সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে তারা অস্বীকার করেন। একপর্যায়ে গাড়িতে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা লুকিয়ে রাখার কথা স্বীকার করেন তারা।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার কেটে ভেতরে লুকিয়ে রাখা ২৪ হাজার ৮শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান এ কর্মকর্তা।

জেইউ/এমএইচএস