৬৪ দিনে করোনায় সর্বনিম্ন মৃত্যু
করোনায় মৃত এক ব্যক্তির দাফন- ফাইল ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ১৩ রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ৮৬২ জনে। গত ১২ নভেম্বরের পর এটিই করোনায় একদিনে সর্বনিম্ন মৃত্যু। এর আগে ২০২০ সালের ১২ নভেম্বর দেশে করোনায় ১৩ জনের মৃত্যু হয়েছিল।
অর্থাৎ, গত ৬৪ দিনে করোনায় দেশে সর্বনিম্ন মানুষের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৭৬২ জনের শরীরে প্রাণঘাতী এ ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৬ হাজার ৪৮৫ জনে।
শুক্রবার (১৫ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আরও ৭১৮ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে চার লাখ ৭১ হাজার ১২৩ জন।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৯৯টি ল্যাবে ১৩ হাজার ৬৭৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩৪ লাখ ৩১ হাজার ৭৯২টি নমুনা।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার পাঁচ দশমিক ৫৭ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৫ দশমিক ৩৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৪৮ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।
সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২৭ লাখ ৭২২টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে সাত লাখ ৩১ হাজার ৭০টি।
গত ২৪ ঘণ্টায় যে ১৩ জন মারা গেছেন, তাদের মধ্যে ৯ জন পুরুষ বাকি চার জন নারী। এর মধ্যে হাসপাতালে ১২ জন ও বাড়িতে একজন মারা গেছেন।
মারা যাওয়াদের মধ্যে আট জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন এবং বাকি দুজনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে।
যারা মারা গেছেন তাদের ১০ জন ঢাকা বিভাগের। এছাড়া রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগে একজন করে মারা গেছেন।
করোনাভাইরাসে দেশে এ পর্যন্ত মারা যাওয়া সাত হাজার ৮৬২ জনের মধ্যে পাঁচ হাজার ৯৬৩ জন পুরুষ। নারীর সংখ্যা এক হাজার ৮৯৯ জন। তাদের মধ্যে চার হাজার ৩২৫ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। এছাড়াও এক হাজার ৯৮২ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৯১০ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ৩৮৯ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, ১৬১ জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে, ৫৯ জনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে এবং ৩৬ জনের বয়স ছিল ১০ বছরের কম।
এখন পর্যন্ত যারা করোনায় মারা গেছেন তাদের মধ্যে চার হাজার ৩৫৫ জন ঢাকা বিভাগের, এক হাজার ৪৪১ জন চট্টগ্রাম বিভাগের, ৪৫০ জন রাজশাহী বিভাগের, ৫৪২ জন খুলনা বিভাগের, ২৪০ জন বরিশাল বিভাগের, ৩০০ জন সিলেট বিভাগের, ৩৫১ জন রংপুর বিভাগের এবং ১৮৩ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।
উল্লেখ্য, দেশে গত বছরের ৮ মার্চ প্রথমবারের মতো তিন জনের দেহে প্রাণঘাতী এ ভাইরাস শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয়। এর মধ্যে দেশে একদিনে সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যু হয়েছে গত ৩০ জুন।
এসআরএস/এফআর