রাজধানীর গোড়ানে স্বামীর সহযোগিতায় এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারী খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করেছেন।

গত ১২ জানুয়ারি ধর্ষণের ঘটনাটি ঘটে। পরে ১৭ জানুয়ারি রাতে মামলা দায়ের করেন ওই নারী।

মামলার এজাহারে তার স্বামী আইয়ুব আলীসহ ছয়জনকে আসামি করা হয়েছে। অপর আসামিরা হলেন, অভিযুক্ত স্বামীর বন্ধু কাল্লু, সঞ্জিত দাস, মাকসুদুর রহমান, আজিজুর রহমান ও জাহাঙ্গীর।

সোমবার (১৮ জানুয়ারি) সকালে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক-উল-আলম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার তদন্ত হচ্ছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মামলার এজাহার সুত্রে জানা গেছে, ওই নারী তার স্বামীর সঙ্গে কদমতলীতে থাকতেন। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে টানাপোড়েন চলছিল। আপসের কথা বলে ১২ জানুয়ারি সন্ধ্যা ৬টার দিকে জাহাঙ্গীর স্ত্রীকে তার বাসায় নিয়ে যান। সেখানে জাহাঙ্গীরের সঙ্গে তার পাঁচ বন্ধু ছিল। তারা ওই নারীর সঙ্গে স্বাভাবিকভাব আচরণ করেন। আপসের একপর্যায়ে ওই নারী তাদের কথা না মেনে বাড়ি ফিরতে চান। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার জাহাঙ্গীরের নির্দেশে তার বন্ধুরা ওই নারীকে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করেন।

মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, আহত অবস্থায় তরুণী নিজেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি হন। ১৬ জানুয়ারি তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে পরদিন মামলা করেন।

এআর/এসআরএস