সভা শে‌ষে সাংবা‌দিকদের সঙ্গে আলাপ করেন পররাষ্ট্রমন্ত্রী

>> ভারত উপহার হিসেবে দিচ্ছে ২০ লাখ
>> রাশিয়াও বাংলাদেশকে ভ্যাকসিন দিতে আগ্রহী
>> বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান থেকেও আনা হবে ভ্যাকসিন

বিভিন্ন উৎস থে‌কে দে‌শে ক‌রোনাভাইরা‌সের ভ‌্যাক‌সিন ক্রমান্ব‌য়ে আস‌তে থাকবে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মেন।

বুধবার (২০ জানুয়ারি) রাজধানীর ফ‌রেন সা‌র্ভিস একা‌ডেমি‌তে বঙ্গবন্ধু রিসার্চ সেন্টার ফর ফ‌রেন প‌লি‌সি অ‌্যান্ড ডি‌প্লো‌ম্যা‌সি আ‌য়ো‌জিত বি‌দে‌শে চু‌ক্তিভি‌ত্তিক চাষাবাদ ও কর্মসংস্থানের সু‌যোগ শীর্ষক আলোচনা সভা শে‌ষে সাংবা‌দিকদের এ কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, প্রতি‌বেশী দেশ ভারত থে‌কে বৃহস্প‌তিবার উপহার হিসেবে ২০ লাখ ভ‌্যাক‌সিন পাচ্ছে বাংলাদেশ। 

পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, ভারত সরকার আমা‌দের উপহার হি‌সে‌বে যে ভ‌্যাক‌সিন দি‌চ্ছে সেটা কাল আস‌ছে। এ ভ‌্যাক‌সিন দে‌শে আসার পরই ভ‌্যাক‌সি‌নেশন শুরু ক‌রে দেওয়া হ‌বে ব‌লে জানান মো‌মেন।

ভারত ছাড়াও ক‌য়েক‌টি দেশ বাংলা‌দে‌শকে ভ‌্যাক‌সিন দেওয়ার আগ্রহ প্রকাশ ক‌রে‌ছে জা‌নি‌য়ে আব্দুল মোমেন ব‌লেন, রা‌শিয়া আমা‌দের অনেক ভ‌্যাক‌সিন দেওয়ার জন‌্য ব‌লে‌ছে। অন‌্যান‌্য দেশও আমা‌দের ভ‌্যাক‌সিন দি‌তে আগ্রহ প্রকাশ ক‌রে‌ছে, যেমন চীন র‌য়ে‌ছে।

চীন বাংলা‌দেশ‌কে উপহার হি‌সে‌বে ভ‌্যাক‌সিন দি‌তে আগ্রহ দে‌খি‌য়ে‌ছে কি না জান‌তে চাইলে মোমেন বলেন, এটা আমি বল‌তে পারব না।

বি‌ভিন্ন দেশের কিছু বেসরকা‌রি প্রতিষ্ঠান থে‌কে ভ‌্যাক‌সিন আনার চেষ্টা চলছে ব‌লেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড নামে বাজারজাত করছে সেরাম ইনস্টিটিউট। গত শনিবার থেকে এ টিকা ভারতের মানুষকে দেওয়া শুরু হয়েছে। উপহারের বাইরে সেরামের কাছ থেকে টিকা কেনার জন্য বাংলাদেশ সরকার, বেক্সিমকো ফার্মা ও সেরামের মধ্যে চুক্তিও আছে।

এনআই/এফআর