পলিথিনের ব্যাগ উৎপাদন কারখানায় র‍্যাবের অভিযান

রাজধানীর লালবাগে নিষিদ্ধ ও অবৈধ পলিথিন ব্যাগ উৎপাদন এবং বাজারজাত করে এমন প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে র‍্যাব।

এ সময় সরকারের পক্ষ থেকে নিষিদ্ধ করা পলিথিন তৈরি ও বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (২০ জানুয়ারি) মধ্যরাতে লালবাগের বাগানবাড়ি এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান।

অভিযান শেষে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে র‍্যাব-২ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুল্লাহ আল মামুন জানান, র‍্যাব-২ ও পরিবেশ অধিদপ্তরের সহায়তায় রাজধানীর লালবাগের বাগানবাড়ি এলাকায় দুটি পলিথিনের শপিং ব্যাগ তৈরির কারখানাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় জরিমানাসহ ১৯ লাখ ৩১ হাজার টাকার পলিথিনের ব্যাগ জব্দ করেছে র‍্যাব।

সরকার নিষিদ্ধ অবৈধ পলিথিনের শপিং ব্যাগ উৎপাদন, আমদানি এবং বাজারজাত করার দায়ে প্রতিষ্ঠান দুটির মালিককে তিন লাখ টাকা জরিমানা ও ১৯ লাখ ৩১ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার পলিথিনের শপিং ব্যাগ জব্দ করে র‍্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত।

ভবিষ্যতেও র‍্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা। 

এআর/এফআর