৯৯৯-এ ফোন, পথ হারানো বাকপ্রতিবন্ধী বৃদ্ধা উদ্ধার
জাতীয় জরুরি সেবা ৯৯৯- এ পথচারী কলারের ফোন পেয়ে পথ হারিয়ে রাস্তায় ঘুরতে থাকা এক বাক প্রতিবন্ধী বৃদ্ধাকে উদ্ধার করেছে পুলিশ। পরে তাকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞাপন
আনোয়ার সাত্তার জানান, গত ২০ জানুয়ারি সন্ধ্যায় ৯৯৯ নম্বরে রাজধানীর আদাবর বাজার পানির পাম্প থেকে একজন পথচারী ফোন করেন। পথচারী জানান, সেখানে এক বৃদ্ধা পথ হারিয়ে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করছেন। তিনি একজন বাকপ্রতিবন্ধী, ঠিকমতো কিছু বলতে পারছেন না। অস্পষ্ট উচ্চারণে জানিয়েছেন, তিনি তার স্বামীকে নিয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসার জন্য এসেছেন।
৯৯৯ তাৎক্ষণিকভাবে পথচারীকে আদাবর থানার ডিউটি অফিসারের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়। পরে আদাবর থানার একটি পেট্রোল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
বিজ্ঞাপন
পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, আদাবর থানার এ এস আই এহসানুল হক পেট্রোল গাড়িতে করে ওই নারীকে প্রথমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে তার স্বামীর খোঁজ করেন। কিন্তু সেখানে তাকে পাওয়া যায়নি। পরে পুলিশ বৃদ্ধাকে থানায় নিয়ে যায়। বৃদ্ধার অস্পষ্ট উচ্চারণ তার স্থায়ী ঠিকানা মানিকগঞ্জের সিঙ্গাইর থানার ইসলামপুর গ্রাম বলে জানা যায়।
পরে আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাইদুর রহমান সিঙ্গাইর থানায় কথা বলেন এবং বৃদ্ধার ইউনিয়ন পরিষদ সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। একজন সদস্য বৃদ্ধা ও তার ঠিকানা নিশ্চিত করেন। পরে বৃদ্ধার স্বজনরা থানায় গেলে তাকে হস্তান্তর করা হয়।
জানা যায়, বৃদ্ধার স্বামী হৃদরোগে আক্রান্ত হওয়ায় মানিকগঞ্জ থেকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃদ্ধা তার ভাতিজার সঙ্গে জিনিসপত্র কিনতে বের হয়ে পথ হারিয়ে ফেলেন। ঘুরতে ঘুরতে তিনি আদাবর বাজার এলাকায় চলে যান।
এমএসি/এসআরএস