ওয়ালটন পরিচালকের মৃত্যুতে পরিকল্পনামন্ত্রীর শোক
ওয়ালটন গ্রুপের তরুণ পরিচালক মাহবুব আলম মৃদুলের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
শুক্রবার (২২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করেন মন্ত্রী।
বিজ্ঞাপন
শোক বার্তায় পরিকল্পনামন্ত্রী বলেন, মরহুমের বাবা এস এম শামসুল আলম ও পরিবারের অন্যান্য সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ফসল ওয়ালটন কোম্পানি। দেশে কর্মসংস্থানসহ ওয়ালটনের পণ্য আজ দেশ-বিদেশে রপ্তানি করা হচ্ছে।
মন্ত্রী বলেন, বাবা ও চাচাদের পথ ধরে ওয়ালটনকে আরও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে মৃদুলও ওয়ালটনের হাল ধরে। কিন্তু মাত্র ২৩ বছর বয়সের তরতাজা এ তরুণ সবাইকে কাঁদিয়ে অপরিণত বয়সেই মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে এক অপূরণীয় ক্ষতি হয়েছে, যা পূরণ হবার নয়।
বিজ্ঞাপন
মন্ত্রী মরহুমের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
এসআর/এসআরএস