সিটি নির্বাচন: চট্টগ্রামে ৫৪ ঘণ্টা মোটরসাইকেল নিষিদ্ধ
মোটরসাইকেলে নির্বাচনী মহড়া/ফাইল ছবি
আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন। এ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রামে ৫৪ ঘণ্টা মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। আগামী ২৬ জানুয়ারি রাত ১২টা ০১ মিনিট থেকে ২৮ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
সম্প্রতি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ২৭ জানুয়ারি রাত ১২টা ০১ মিনিট থেকে দিবাগত রাত ১২টা পর্যন্ত ট্রাক ও পিক-আপ ভ্যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া ২৬ জানুয়ারি রাত ১২টা ০১ মিনিট থেকে ২৮ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপরও নিষেধাজ্ঞা থাকবে।
বিজ্ঞাপন
এতে আরও বলা হয়, রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের নির্বাচনী এজেন্ট এবং দেশি-বিদেশি পর্যবেক্ষকদের (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা শিথিল থাকবে।
নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি-বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কাজে ব্যবহারের জন্য যানবাহন চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
বিজ্ঞাপন
এছাড়া জাতীয় মহাসড়ক, বন্দর ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ধরনের নিষেধাজ্ঞা শিথিল করতে পারবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
গত ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবার কথা ছিল। করোনা সংক্রমণের কারণে ২১ মার্চ নির্বাচন কমিশন ভোটগ্রহণের সিদ্ধান্ত বাতিল করে। পরে চট্টগ্রাম সিটি করপোরেশনে সরকার প্রশাসক নিয়োগ দেয়।
গত ১৪ ডিসেম্বর নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর নির্বাচনের নতুন এ তারিখ ঘোষণা করেন।
সিনিয়র সচিব জানান, এ নির্বাচনে নতুন করে কোনো প্রার্থী দেওয়ার সুযোগ নেই। পূর্বে যারা প্রার্থী রয়েছেন তারা বৈধ প্রার্থী হবেন। তবে যেসব প্রার্থী তফসিল দেওয়ার পরে মারা গেছেন সেসব এলাকায় নতুন করে তফসিল হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসি জানিয়েছে, এবারের নির্বাচনে সাধারণ ওয়ার্ড ৩০, ৩৭, ৪০ এবং সংরক্ষিত ওয়ার্ড ৬ এর প্রার্থীর মৃত্যুর কারণে এসব ওয়ার্ডে পুনরায় তফসিল হবে। তবে যারা প্রার্থী আছেন, তারা বহাল থাকবেন তাদের আর নতুন করে মনোনয়ন জমা দিতে হবে না। সব ভোট একই দিন (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।
সবশেষ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন হয় ২০১৫ সালের ২৮ এপ্রিল। ওই নির্বাচিত করপোরেশনের মেয়াদ শেষ হয় গত ৫ আগস্ট।
নির্বাচনী আইন অনুযায়ী, ৫ আগস্টের পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা ছিল। সে হিসাবে ২৯ মার্চ এই সিটির ভোট অনুষ্ঠানের করতে চেয়েছিলো ইসি। তবে করোনাভাইরাসের কারণে নির্বাচন স্থগিত করতে হয়।
এসএইচআর/এসআরএস