রাজধানীতে বাস-বিদ্যুৎ কেড়ে নিল দুই প্রাণ
রাজধানীর আগারগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজন নিহত হয়েছেন। তার নাম জহিরুল ইসলাম। বয়স ৪৫ বছর।
শুক্রবার (২২ জানুয়ারি) সকাল ১০ টায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
অচেতন অবস্থায় জহিরুলকে প্রথমে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। দুপুর ১টায় তাকে মৃত ঘোষণা করা হয়।
ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
নিহত জহিরুল ইসলামের সহকর্মী মো. শফিকুল ইসলাম জানান, তিনি ও জহিরুল একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের কাজ করেন। শুক্রবার সকাল ১০টার দিকে আগারগাঁও ৬০ ফিট মোড়ে রাস্তার পাশে একটি বিদ্যুতের খুটির উপর কাজ করছিলেন জহিরুল। এ সময় তার থেকে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান তিনি। পরে তাকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে বেলা ১টার দিকে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
জহিরুলের বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারায়। তিনি অবিবাহিত। ঢাকায় আব্দুল্লাহপুরে থাকতেন তিনি।
এদিকে যাত্রাবাড়ীতে পৃথক একটি দুর্ঘটনায় বাসের ধাক্কায় আমেনা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
ঢামেক সূত্র জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে যাত্রাবাড়ীর বাদশা মিয়া রোড ক্রস করতে গেলে একটি বাস আমেনাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
নিহতের ছেলে আলী আশরাফ ঢামেকে সাংবাদিকদের জানান, তারা যাত্রাবাড়ী সাদ্দাম মার্কেট তুষারধারা এলাকায় থাকেন। আর গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর। তার বাবা মৃত ওয়াহিদ।
বৃহস্পতিবার বিকেলে আমেনা তার মেয়ের বাসায় যাবে বলে ফল কিনতে যান। বিভিন্ন এলাকা ঘুরে চিটাগং রোড থেকে ফল কিনে রাতে বাসায় ফিরার সময় দুর্ঘটনা ঘটে।
রাজধানীতে নিহত এ দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে বলে জানান ইন্সপেক্টর বাচ্চু মিয়া।
এআর/এইচকে