চসিক নির্বাচনে বিএনপি প্রার্থীর নিরাপত্তায় পুলিশ মোতায়েন
চসিক নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী শাহাদাতের প্রচারণা/ ছবি: সংগৃহীত
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে বিএনপি প্রার্থী শাহাদাত হোসেনের নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
রোববার (২৪ জানুয়ারি) বিএনপি প্রার্থীর নিরাপত্তায় এ পুলিশ মোতায়েন করা হয়। নির্বাচন কমিশনারের কাছে আবেদন জানিয়ে তিনি পুলিশ পেয়েছেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
চট্টগ্রাম নগর পুলিশের জনসংযোগ কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মোহাম্মদ আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।
নগর বিএনপির সদস্য সচিব ইদ্রিস আলী বলেন, ‘নির্বাচনী প্রচারণা চালানোর সময় শাহাদাত ভাই একাধিকবার হামলার শিকার হয়েছেন। বিষয়টি নির্বাচন কমিশনকে জানানোর পর রোববার বিকেল থেকে তার নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়।’
বিজ্ঞাপন
এর আগে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, ‘বিএনপির প্রচারণার মিছিলে আওয়াম লীগ একাধিকবার হামলা করেছে। বাড়ি বাড়ি গিয়ে বিএনপির কাউন্সিলর প্রার্থীদের পুলিশ এলাকা ছেড়ে চলে যেতে বলছে।’
বিএনপি নেতাদের অভিযোগ, গত ৮ জানুয়ারি নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে বেশ কয়েক বার তাদের প্রার্থীর প্রচারণায় হামলা হয়েছে। বিষয়টি তারা নির্বাচন কমিশনকেও জানিয়েছেন।
সোমবার (২৫ জানুয়ারি) শেষ হচ্ছে এ নির্বাচনের প্রচারণা।
এফআর