যুবলীগ নেতা আদিত্য নন্দী

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী রেজাউল করিম চৌধুরীর পক্ষে যুবলীগের করা এক প্রচার মিছিলে কেন্দ্রীয় যুবলীগ নেতা আদিত্য নন্দীকে ‘ছুরিকাঘাত’ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তবে এমন ঘটনা ঘটেনি বলে জানিয়েছে মহানগর যুবলীগ। যোগাযোগ করা হলে যুবলীগ নেতা আদিত্য নন্দীও ‘সুস্থ আছেন’ উল্লেখ করে আর কোনো মন্তব্য করেননি।

রোববার (২৪ জানুয়ারি) দুপুরে নগরের ষোলশহর দুই নম্বর গেটে মিছিলে হঠাৎ ‘ছুরিকাঘাত’ করা হয় তাকে। তিনি ঢাকার কেন্দ্রীয় নেতাদের সঙ্গে চট্টগ্রামে এসেছেন মেয়রপ্রার্থী রেজাউল করিমের পক্ষে চলা প্রচারণায় অংশ নিতে।

চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক বলেন, ‘যুবলীগের মিছিলে ওই নেতাকে অতির্কিতভাবে ছুরিকাঘাত করা হয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

মহানগর যুবলীগের কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, মিছিল শুরু করার আগে ব্যানার ধরা নিয়ে ধাক্কাধাক্কি হয়। এ সময় হঠাৎ আদিত্য নন্দীর পায়ে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে জিইসি মোড়ে বেসরকারি মেডিকেল সেন্টারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু বলেন, ‘সেখানে ছুরিকাঘাতের কোনো ঘটনা ঘটেনি। মিছিল শুরুর সময় নালার পাশে আদিত্য নন্দী হোঁচট খেয়ে পড়ে গেছেন।’

‘ছুরিকাঘাতের’ বিষয়ে জানতে চাইলে সুস্থ আছেন জানিয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি আদিত্য নন্দী।

মিছিলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শেখ ফজলে নাঈম, বদিউল আলমসহ বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।

এফআর