টিকাদান কার্যক্রমে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ প্রদান

করোনাভাইরাস টিকাদান কার্যক্রম বাস্তবায়নে রাজধানীসহ সারাদেশে সরকারের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। সোসাইটির প্রায় ১৫ হাজার প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক এ কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) সংস্থা‌টির ঢাকা অফিস থেকে পাঠা‌নো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোভিড-১৯ টিকা কার্যক্রমে অংশ নেওয়া স্বেচ্ছাসেবকদেরকে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস এন্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজের (আইএফআরসি) সহযোগিতায় সরকারের দেওয়া স্বেচ্ছাসেবক গাইডলাইন অনুযায়ী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষিত এ স্বেচ্ছাসেবকরা টিকাদান কর্মসূচি সফল করতে রাজধানী ঢাকাসহ দেশের সব জেলা, উপজেলাসহ তৃণমূল পর্যায়ে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করবে।

বিজ্ঞপ্তিতে আরও জানা‌নো হয়, রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালসহ পর্যায়ক্রমে ঢাকার বিভিন্ন হাসপাতালে শুরু হওয়া কোভিড-১৯ টিকাদান কার্যক্রমে সহযোগিতায় প্রথম পর্যায়ে ১৫০ জন স্বেচ্ছাসেবক কাজ শুরু করেছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকাল ৩টায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে অনুষ্ঠিত মহড়ায় সোসাইটির ৫০ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করবে।

সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক ইমাম জাফর সিকদার বলেন, রাজধানী ঢাকাসহ সারাদেশে সরকারের এ করোনা টিকাদান কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতার জন্য স্বেচ্ছাসেবকদেরকে প্রস্তুত করা হয়েছে। রেড ক্রিসেন্টের ১৫ হাজার দক্ষ স্বেচ্ছাসেবক এ কর্মসূচি বাস্তবায়নে পর্যায়ক্রমে কাজ করবে।

সংস্থা‌টি জানিয়েছে, গত ২৪ ও ২৫ জানুয়ারি সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের উদ্যোগে সোসাইটির জাতীয় সদর দপ্তরের প্রশিক্ষণ কক্ষে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমে অংশগ্রহণকারী দুটি ব্যাচে ১৫০ জন স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া হয়।

সোসাইটির মহাসচিব মো. ফিরোজ সালাহ্ উদ্দিন বলেন, বাংলাদেশ সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রেড ক্রিসেন্ট সোসাইটি সরকারের কোভিড-১৯ টিকাদান কর্মসূচি বাস্তবায়নে সবধরনের সহযোগিতা প্রদানে প্রস্তুত রয়েছে।

এনআই/এমএইচএস