সিঙ্গাপুর পৌঁছানোর পূর্বে করোনা পরীক্ষার ফি পরিশোধে অনুরোধ
সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর/ ছবি: সংগৃহীত
সিঙ্গাপুরে প্রবেশের আগেই বাংলাদেশি যাত্রীদের দুবার করোনা পরীক্ষার নির্দেশনা দিয়েছে দেশটির সরকার। এর মধ্যে একবার ফ্লাইটে ওঠার ৭২ ঘণ্টা আগে অর্থাৎ বাংলাদেশে, দ্বিতীয়বার সিঙ্গাপুর বিমানবন্দরে।
তবে সিঙ্গাপুরে যে করোনা পরীক্ষা করা হবে সেটির রেজিস্ট্রেশন ফি দেশটিতে পৌঁছানোর পূর্বেই পরিশোধ করার অনুরোধ জানিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। সিঙ্গাপুর বিমানবন্দরে ভিড় এড়াতে এ অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞাপন
সিঙ্গাপুরে ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইন্সগুলোকে এ অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। তারা জানিয়েছে, সিঙ্গাপুরের বিমানবন্দরে যাত্রীদের জন্য করোনা পরীক্ষা বাধ্যতামূলক। পরীক্ষার খরচ যাত্রীদের বহন করতে হবে। এই টেস্টের খরচ একমাত্র ক্রেডিট কার্ড দিয়েই পরিশোধযোগ্য।
সেখানে বলা হয়, বিমানবন্দরে যাত্রীদের যাতে সময় নষ্ট না হয়, তাই সিঙ্গাপুর পৌঁছানোর আগেই অনলাইনে করোনা পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন ও প্রি-পে (আগেই পরীক্ষার খরচ পরিশোধ) করতে জোরালোভাবে অনুরোধ করা হচ্ছে।
বিজ্ঞাপন
এর আগে, করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত বছরের ১ অক্টোবর থেকে বাংলাদেশিদের জন্য খুলে দেয়া হয় সিঙ্গাপুরের প্রবেশদ্বার। তবে শুধুমাত্র প্রবাসী শ্রমিক, চিকিৎসাপ্রার্থী ও শিক্ষার্থীদের প্রবেশের অনুমতি দিয়েছে সিঙ্গাপুর। আপাতত পর্যটক বা শর্ট-টার্ম ভিসা ইস্যু করছে না দেশটি।
চিঠিতে সিঙ্গাপুর আরও জানায়, দেশটিতে যাওয়ার পর যাত্রীদের ১৪ দিনের জন্য একটি হোটেলে আইসোলেশনে থাকতে হবে। হোটেল থাকার খরচ নিজেকেই বহন করতে হবে।
এছাড়াও সিঙ্গাপুরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ফেরার আগে বাংলাদেশ থেকেই সিঙ্গাপুরের শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমতি নিতে হবে।
এছাড়াও বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে যাওয়া কোনো যাত্রীর জন্যই সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে কোনো দর্শনার্থী আসতে পারবে না।
প্রবাসীদের বাংলাদেশ থেকে সিঙ্গাপুর নিয়ে যেতে গত ১ অক্টোবর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ৩ তারিখ থেকে ফ্লাইট চালু করে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
এআর/এফআর