সাংবাদিক মিজানুর রহমান খানের স্মরণসভা অনুষ্ঠিত
প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক প্রয়াত মিজানুর রহমান খানের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) ঢাকা রিপোর্টাস ইউনিটি ব্যবস্থাপনা কমিটির আয়োজিত সংগঠনটির নসরুল হামিদ মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
সভায় জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, মিজানুর রহমান খান ভাই ছিলেন একজন অনুকরণীয় সাংবাদিক, যিনি সাংবাদিকতার বাইরে কিছুই ছিলেন না। তিনি আইন, আদালত, সংসদ, সংবিধানের ওপর বাংলাদেশের সাংবাদিকতায় এক অসাধারণ অবদান রেখে গেছেন। আইন-আদালতের বিষয়ে লেখালেখির কারণে দণ্ডপ্রাপ্তও হয়েছেন তিনি। লেখালেখির কারণে বহু হুমকির সম্মুখীন হয়েছেন, অসংখ্য বার অন্যায়করীর চক্র তার মোবাইল ছিনতাই করেছেন। তিনি ছিলেন সব্যসাচী সাংবাদিক, তার এ শূন্যতা জাতির জন্য অপূরণীয়।
বিজ্ঞাপন
প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরীফ বলেন, মিজান আইন-আদালত-সংবিধান নিয়ে বাংলাদেশের সাংবাদিকতায় এক নতুন দিগন্ত উন্মোচিত করে গেছেন। ২৪ ঘণ্টাই সাংবাদিকতা করতেন। সাংবাদিকতার প্রতিটি ক্ষেত্রে বিচরণ করে গেছেন। তিনি মাঝে মধ্যে প্রথম আলোকে এমন কিছু উপহার দিতেন, দেখা যেতো তার অন্যান্য সহকর্মীরা ছয় মাসেও তা দিতে পারতেন না!
স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টাস ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী, সাধারণ সম্পাদক মশিউর রহমান খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশের) মহাসচিব নুরুজ্জামান রুকন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, ইলিয়াস হোসেন, রফিকুল ইসলাম আজাদ, সফিকুল করিম বাবু, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, দৈনিক প্রথম আলোর উপ-সম্পাদক লাজ্জাদ আনম, এসএম জাকারিয়া, যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন প্রমুখ।
বিজ্ঞাপন
এইচএন/এসএম