রাজধানীর গেন্ডারিয়ায় অভিযান চালিয়ে পাঁচজনের পেটের ভেতর থেকে চার হাজার ২৩৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় তাদের আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (২৫ জানুয়ারি) রাতে র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর গেন্ডারিয়া থানার করাতিটোলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলেন- মো. ইমরান (২৪), আকাশ হোসেন সজীব (২০), হারুন অর রশিদ (২৪), বিল্লাল হোসেন (২৪) ও সাব্বির রায়হান (২১)। এসময় তাদের নিকট থেকে ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক এএসপি এনায়েত করিম জানান, আটকের পর তাদের ইয়াবা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে অস্বীকার করে। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের পেটের ভেতর ইয়াবা থাকার কথা স্বীকার করে। স্ক্যানিং করে তা নিশ্চিত করা হয়। পরে হাসপাতালে নিয়ে বিশেষ প্রক্রিয়ায় তাদের পেট থেকে চার হাজার ২৩৩ পিস ইয়াবা বের করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটকরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে পরস্পর যোগসাজশে ঢাকা ও আশপাশের এলাকায় পেটের ভেতর করে ইয়াবা পাচার করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

জেইউ/ওএফ