রাস্তা পার হতে গিয়ে পিকআপের ধাক্কায় যুবক নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোডে পিকআপের ধাক্কায় রিয়াজুল ইসলাম (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
রিয়াজুল ইসলাম স্থানীয় একটি ফার্নিচারের দোকানে চাকরি করতেন। তার সহকর্মী ইমদাদ ঢাকা পোস্টকে বলেন,
তিনি একটি ফার্নিচার কারখানায় লোডার হিসাবে কাজ করতেন। চিটাগাং রোডে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে রাস্তার উপর ছিটকে পড়েন রিয়াজুল। এ সময় একটি মোটরসাইকেল তার উপর দিয়ে চলে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, রিয়াজুল নারায়ণগঞ্জের মৌচাক ধুন হাজী রোডে ভাড়া থাকতেন। তার বাড়ি ফেনী জেলার সোনাগাজী থানায়।
বিজ্ঞাপন
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
এসএ/এমএইচএস