ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উপ-কর কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন ৯ জন। নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে গত বছরের ৩০ অক্টোবর অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষার ফলাফল এবং এ সংক্রান্ত কমিটির সিদ্ধান্তের আলোকে অস্থায়ী ভিত্তিতে তাদের নিয়োগ দেওয়া হয়।

৯ কর্মকর্তাকে নিয়োগ দিয়ে এরই মধ্যে আদেশ জারি করা হয়েছে বলে মঙ্গলবার (১৬ নভেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে  জানা গেছে।

উপ-কর কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়া ৯ জনের মধ্যে রয়েছেন সাইফুল ইসলাম, মুন্সী গিয়াস উদ্দিন, সৈয়দ সাদমান সাকিব সাফল্য, কাউছার আহমেদ সজল, সৈয়দ তানভীর হাসান,শফিকুল ইসলাম শাওন, তাসিম হাসান বাঁধন, সাদিয়া সারওয়ার আলী সূচনা এবং রফিকুল ইসলাম।

এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জামান নিয়োগ আদেশে উল্লেখ করেন, গত বছরের ৩০ অক্টোবর অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষার ফলাফল এবং এ সংক্রান্ত কমিটির সিদ্ধান্তের আলোকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মচারী চাকরিবিধিমালা ২০২৯  এর বিধি ৪ ও ৬ অনুযায়ী জাতীয় বেতন স্কেল ২০১৫ এর বেতনক্রম ২২০০০-৫৩০৬০ (গ্রেড-৯) টাকায় নিয়োগ প্রদান করা হলো। পাশাপাশি অন্যান্য আনুষঙ্গিক ভাতাসহ এই ৯ জনকে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে উপ-কর কর্মকর্তা পদে নিয়োগ প্রদান করা হলো।

এছাড়া বেশ কিছু শর্ত উল্লেখ করে নিয়োগকৃত পদে যোগদানের জন্য প্রার্থীদের আগামী ২৮ নভেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব বরাবর যোগদান করতে বলা হয়েছে।

এএসএস/এসকেডি