ঢাকায় নাটোর জেলা সমিতির ২০২১-২০২২ অর্থবছরের কমিটি গঠন করা হয়েছে। সদস্যদের ভোটে বিশিষ্ট শিল্পপতি নিউজিল্যান্ড ডেইরির সিইও মো. সামসুল আলম মল্লিক সভাপতি, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (ডিআইজি) এ জেড এম নাফিউল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কল্লোল ফাউন্ডেশনের সভাপতি কোহেলী কুদ্দুস মুক্তিকে সহ-সভাপতি ও ভোরের কাগজের সাব-এডিটর রেজাউল করিম শামীমকে কার্যনির্বাহী সদস্য করে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। 

রাজধানীর ফার্মগেটে শুক্রবার (১৯ নভেম্বর) বিকেল ৪টায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বার্ক) হলরুমে কমিটি গঠন করা হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস, নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল, মো. শহিদুল ইসলাম বকুল প্রমুখ এতে অংশ নেন। স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানে ঢাকায় নাটোরের সরকারি, বেসরকারি, সাবেক ও বর্তমান কর্মকর্তাসহ কয়েকশ সদস্য উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমিতির বিদায়ী কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. আনিসুর রহমান। বিদায়ী কমিটির অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ ২০১৬-২০২০ অর্থবছরের আর্থিক সমীক্ষা এবং সদ্য সাবেক সাধারণ সম্পাদক তার বক্তব্য উপস্থাপন করেন।

জেডএস