দেশের প্রথম ব্যক্তি হিসেবে টিকা নেন রুনু বেরুনিকা কস্তা/ ছবি: সংগৃহীত

করোনাভাইরাস প্রতিরোধে দেশে আনুষ্ঠানিকভাবে টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে অনলাইনে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কার্যক্রমের উদ্বোধন করেন।

টিকা প্রয়োগ কার্যক্রমের প্রথম দিনেই করোনা প্রতিরোধী ভ্যাকসিন নিয়েছেন মোট ২৭ জন। এদের মধ্যে রয়েছেন- ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা।

প্রথম ব্যক্তি হিসেবে টিকা নেন সিনিয়র স্টাফ নার্স রুনু বেরুনিকা কস্তা। তিনি কুর্মিটোলা হাসপাতালের ডায়ালাইসিস ইউনিটের ইনচার্জ। দ্বিতীয় টিকা নেন ডা. আহমেদ লুৎফুল মোবেন, তৃতীয় টিকা নেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা, চতুর্থ টিকা নেন পুলিশ সদস্য দিদারুল ইসলাম, পঞ্চম টিকা নেন ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ।

এদিকে করোনার টিকা নিতে প্রথম দিনে নিবন্ধন করেন ৩২ জন। এর মধ্যে ২৭ জনের দেহে টিকা প্রয়োগ করা হয়েছে।

আজ আরও যারা টিকা নেন তারা হলেন- মাজেদুল ইসলাম, সানজিদা সুলতানা, আব্দুল হালিম, এনামুল হাসান, মো. হামজা, শাম্মী আকতার, ডা. আল মামুন শাহরিয়ার সরকার, ডা. ফরিদা ইয়াসমিন, ডা. আফরোজা জাহিন, ডা. অরূপ রতন চৌধুরী, অধ্যাপক ডা. আবদুল কাদের খান, মেজর জেনারেল মাহবুবুর রহমান, আব্দুর রহিম, কাজী জসিম উদ্দিন, মোশারফ হোসাইন, সাংবাদিক মাসুদ রায়হান পলাশ, আল- মাসুম মোল্লা, আমিরুল মোমেনিন, মিস মুন্নি খাতুন, আশিফুল ইসলাম ও দেওয়ান হেমায়েত হোসাইন।

মন্ত্রী-এমপিরা টিকা নেবেন ৭ ফেব্রুয়ারি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, পাঁচ জনকে দিয়ে টিকা কার্যক্রমের উদ্বোধন হয়েছে। মন্ত্রী-এমপিসহ উচ্চ পর্যায়ের ব্যক্তিরা ৭ ফেব্রুয়ারি (রোববার) টিকা নেবেন।

বুধবার (২৭ জানুয়ারি) টিকা প্রয়োগ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিভিন্ন মন্ত্রী-এমপিরা আমার সঙ্গে যোগাযোগ করছেন। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারাও টিকা নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করছেন। আগামী ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী টিকা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তারা টিকা নেবেন।

টিআই/এফআর