নির্বাচন নয়, সন্ত্রাসের মিলনমেলায় পরিণত চট্টগ্রাম: আমীর খসরু
চট্টগ্রামে সংবাদ সম্মেলনে বিএনপি নেতৃবৃন্দ /ছবি-ঢাকা পোস্ট
চট্টগ্রামে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। গোটা চট্টগ্রাম আজ সন্ত্রাসের মিলনমেলায় পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (২৭ জানুয়ারি) বিকেল ৫টায় নগরের নাসিমন ভবন বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি।
আমীর খসরু বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার একমাত্র উদ্দেশ্য গণতন্ত্র প্রতিষ্ঠা করা। বিএনপি গণতন্ত্রের জন্য এখনও লড়াই করছে। অনির্বাচিত সরকার মানুষের ভোটের অধিকার হরণ করছে। আজকের নির্বাচনে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। ইতোমধ্যে ২টি মামলা ও কয়েক হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে। দুই তিনদিনে আজকেসহ পুরো চট্টগ্রাম সন্ত্রাসের মিলনমেলায় পরিণত হয়েছে।
বিজ্ঞাপন
খসরু বলেন, উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের সন্ত্রাসীদের নিয়ে এসে সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে। একদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভয়ভীতি প্রদর্শন, অন্যদিকে মহানগরীর বাইরের লোকজন এনে ত্রাসের রাজত্ব করা হয়েছে।
তিনি আরো বলেন, অন্তত একটি বিষয়ে আনন্দিত যে কোনো সাংবাদিক আহত হয়নি। আপনাদের কেউ মারধর করেনি। এর জন্য আমি সন্তুষ্ট। ভোট কারচুপি করতে আওয়ামী পুলিশ বাহিনী শতভাগের চেয়ে বেশি দায়িত্বপালন করেছে। নির্বাচন প্রজেক্টের আওতায় তারা চট্টগ্রাম সিটি নির্বাচনে অক্ষরে অক্ষরে পালন করেছে।
বিজ্ঞাপন
বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেন বলেন, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য ভোটের মাঠে নেমেছি। সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচনে আসা। নির্বাচনটি আওয়ামী লীগের সঙ্গে হয়নি, হয়েছে পুলিশের সঙ্গে। বিভিন্ন কেন্দ্রে স্পষ্ট দেখেছি, এজেন্ট ও সাধারণ ভোটাররা অসহায়। এজেন্টরা কোনো সাহায্য পায়নি। বহিরাগতরা এত বেশি ছিল, মূল ভোটাররা কেন্দ্রে আসতে পারেনি।
তিনি বলেন, এটি কোনোভাবে নির্বাচন বলা যাবে না, নির্বাচনের নামে তামাশা হয়েছে। প্রহসনের নির্বাচনে পরিণত হয়েছে। পুলিশের উৎসাহী কর্মকর্তারা কীভাবে নির্বাচন করে আওয়ামী লীগকে জিতিয়ে দেবে এ চিন্তাই যেন তাদের মধ্যে কাজ করেছে। আমাদের এজেন্টদের যখন বের করে দিচ্ছিল তখন পুলিশ প্রশাসনের লোকজন কোনো কথাই বলেনি। তারা বলেছে আমরা কিছুই করতে পারব না।
ওএফ