ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলন - ছবি : ঢাকা পোস্ট

আগামী ১৫ দিনের মধ্যে রাজধানীর সব বাসার ভাড়াটিয়াদের তথ্য হালনাগাদ করতে হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার। রোববার (৩১ জানুয়ারি) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, অপরাধ দম‌নে পু‌লি‌শের বি‌ভিন্ন কৌশ‌লের অংশ হি‌সে‌বে আমরা আবারও রাজধানীর ভাড়াটিয়াদের তথ্য হালনাগাদ করতে যাচ্ছি। এ বিষয়ে আমরা আজ কথা বলেছি। এজন‌্য প্রয়োজনীয় ব‌্যবস্থা নি‌তে ৫০টি থানায় নি‌র্দেশনা দেওয়া হ‌য়ে‌ছে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক অপহরণের কয়েকটি ঘটনা আমরা তদন্ত করে দেখেছি, অপহরণকারীরা ভুল তথ্য দিয়ে বাসা ভাড়া নিয়ে তাদের কাজ শেষে চলে যায়। পরে ওই নির্দিষ্ট বাসায় গিয়ে তাদের আর কোনো তথ্য পাওয়া যায় না। তাই আমরা ডিএমপির ৫০টি থানা ও বিট পুলিশিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছি। বাসা মালিকদের বলে আগামী ১৫ দিনের মধ্যে রাজধানীর সব ভাড়াটিয়াদের তথ্য হালনাগাদ করতে হবে।

এ বিষয়ে ডিএমপির পক্ষ থেকে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন এলাকায় বসবাসরত সব নাগরিকের তথ্য Citizen Information Management System (CIMS)– এ অন্তর্ভুক্ত করার লক্ষ্যে দ্বিতীয়বারের মতো আগামী ১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত নাগরিক তথ্য সংগ্রহ পক্ষ পালিত হবে।

ডিএমপি জানায়, অপরাধ প্রতিরোধ ও প্রতিকার এবং জননিরাপত্তা বিধানের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাড়ি/স্থাপনা/প্রতিষ্ঠানের মালিক এবং ভাড়াটিয়াসহ রাজধানীতে বসবাসরত নাগরিকদের সম্পর্কে সংগ্রহ করা তথ্য সংরক্ষণ এবং বৈজ্ঞানিক ব্যবহার নিশ্চিত করতে সিআইএমএস সফটওয়্যারের মাধ্যমে তথ্য সংরক্ষণ প্রক্রিয়া চলমান আছে। বিট পুলিশিংয়ের মাধ্যমে ৩০৬টি বিটে বিভক্ত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সব থানার বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের তথ্যাদি সফটওয়্যারে এন্ট্রির কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ডিএমপি থেকে আরও বলা হয়, নাগরিক তথ্য সংগ্রহ প্রক্রিয়াটি অপরাধ প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে সহায়ক ভূমিকা পালন করে থাকে। এছাড়া কোনো অপরাধজনক ঘটনা ঘটলে নাগরিক তথ্য কাজে লাগিয়ে ঘটনার রহস্য উদঘাটন করার পথ সুগম হয়। সংশ্লিষ্ট থানার বিট অফিসারের মাধ্যমে নাগরিক তথ্য প্রদান ছাড়াও যেকেউ ঘরে বসেই মোবাইল অ্যাপসের মাধ্যমে নাগরিক তথ্য ফরম পূরণ করতে পারবেন।

যেভাবে সিআইএমএস অ্যাপসে নাগরিক তথ্য নিবন্ধন করা যাবে
প্রথমে গুগল প্লে স্টোরে এ গিয়ে CIMS DMP লিখে সার্চ দিয়ে অ্যাপসটি ডাউনলোড করতে হবে। তারপর লগইন অপশনে নিজের ফোন নম্বর দিয়ে নিবন্ধনে ক্লিক করতে হবে। এরপর একটি ভেরিফিকেশন কোড প্রদত্ত মোবাইল নম্বরে পাঠানো হবে। ভেরিফিকেশন কোড অ্যাক্টিভ করে পাসওয়ার্ড সেট করে লগইন করলে বিভিন্ন ক্যাটাগরি দেখা যাবে। এখান থেকে অপশন ক্লিক করলে পাওয়া যাবে ফরম। ফরমে দেওয়া ঘরে সব তথ্য নির্ভুলভাবে পূরণ করে সাবমিট করলেই কাজ শেষ। 

পূরণকরা তথ্য সেন্ট্রাল ডাটাবেজে যুক্ত হওয়ার আগে থানার অফিসার ইনচার্জ তথ্য যাচাই বাছাই করে সঠিক থাকলে অ্যাপ্রুভাল দিলে সিআইএমএসের মূল ডাটাবেজে তথ্য যুক্ত হবে। কোনো কারণে ফরম পূরণ অসম্পূর্ণ বা তথ্যে ভুল থাকলে মোবাইলে এসএমএস দিয়ে তা জানানো হবে।

এমএসি/এইচকে