পদোন্নতি পেয়ে জ্যেষ্ঠ সচিব হলেন মো. শহিদুজ্জামান (বাঁয়ে) ও মো. মেসবাহুল ইসলাম/ ছবি: সংগৃহীত

সিনিয়র তথা জ্যেষ্ঠ সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুই সচিব। তারা হলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান ও কৃষি সচিব মো. মেসবাহুল ইসলাম।

রোববার (৩১ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারি থেকে সিনিয়র সচিব হিসেবে শহিদুজ্জামানের পদোন্নতির এই আদেশ কার্যকর হবে।

অপরদিকে, কৃষি সচিব মো. মেসবাহুল ইসলামের আদেশ কার্যকর হবে আগামী ২ ফেব্রুয়ারি থেকে।

মো. শহিদুজ্জামান ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি সুরক্ষা সেবা বিভাগে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব নেন। একই বছরের ১ আগস্ট তিনি সচিব হন।

১৯৬২ সালের ৪ এপ্রিল কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ১৯৮৫ ব্যাচের সদস্য শহিদুজ্জামান। ১৯৮৫ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিষয়ে স্নাতক (সম্মান) এবং ২০০৫ সালে এশিয়ান ইউনিভার্সিটি থেকে এম এস এস ডিগ্রি অর্জন করেন তিনি।

অপরদিকে, মো. মেসবাহুল ইসলাম ২০১৯ সালের ৫ ফেব্রুয়ারি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে যোগদান করেন। একই বছরের ২৪ জুলাই এ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এরপর ২০২০ সালের ১৫ অক্টোবর সচিব হিসেবে কৃষি মন্ত্রণালয়ে যোগদান করেন।

তিনি দিনাজপুর জেলার বিরল উপজেলার ভাবকি গ্রামের সন্তান। তিনি কৃষি অর্থনীতিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) এবং একই বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

এসএইচআর/এফআর