মাস্ক না পরে এলে তাকে সেবা দিতে পারবে না ব্যাংকগুলো। করোনাভাইরাসের ‌বিস্তার রো‌ধে সরকা‌রের এ ধর‌নের নি‌র্দেশনা ম‌নে ক‌রি‌য়ে দিল কেন্দ্রীয় ব্যাংক। যাতে ব্যাংকগু‌লো সতর্ক হ‌য়, পাশাপা‌শি গ্রাহকদের মধ্যেও সচেতনতা বাড়ে।

সরকারের নি‌র্দেশনা অনুযায়ী, এখন থেকে সব ব্যাংকের প্রধান কার্যালয়, শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং আউটলেট ও এটিএম বুথের সামনে ‘নো মাস্ক-নো সার্ভিস’ স্লোগান প্রদর্শন করতে হবে।

রোববার (৩১ জানুয়ারি) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনায় বলা হয়েছে, করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার সারা দেশে ‘নো মাস্ক- নো সার্ভিস’ স্লোগান জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য সব জায়গায় স্লোগান প্রদর্শনের বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হলো।

এদিকে করোনার বিস্তার রোধ করা যাচ্ছে না কিছুতেই। ভাইরাসটিতে মৃতের সংখ্যা এখন আট হাজার ১২৭ জন। রোববার (৩১ জানুয়ারি) পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৩৫ হাজার ১৩৯ জনে। করোনা প্রতিরোধে সারাদেশে একযোগে টিকা কার্যক্রম শুরু হচ্ছে আগামী ৭ ফেব্রুয়ারি। টিকা গ্রহীতাদের নিবন্ধন কার্যক্রম পরিচালনায় আগামী ৪ ফেব্রুয়ারি সুরক্ষা অ্যাপ প্লে-স্টোরে চলে আসবে।

এসআই/এইচকে