ঢাকাসহ পুরো দেশ শৈত্যপ্রবাহের কবলে
কুড়িগ্রামে কনকনে ঠান্ডায় কাজে ব্যস্ত শ্রমিকরা - ঢাকা পোস্ট
গত ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের আবহাওয়া পরিস্থিতির ব্যাপক পরিবর্তন হয়েছে। উত্তর-পশ্চিম অঞ্চল থেকে শুরু হওয়া শৈত্যপ্রবাহের দাপট চলছে দেশজুড়ে। কোথাও কোথাও তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। মৌসুমে প্রথমবারের মতো শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে রাজধানী ঢাকাতেও।
আবহাওয়া অফিস বলছে, দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপ থাকায় মেঘ কেটে গেছে। এর ফলে শীত আর শৈত্যপ্রবাহের তীব্রতা বেড়েছে। সোমবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. রুহুল কুদ্দুস ঢাকা পোস্টকে বলেন, চট্টগ্রাম, টেকনাফসহ দুই-এক এলাকা ছাড়া প্রায় সব জায়গাতেই শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শ্রীমঙ্গল ও নীলফামারীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া অধিকাংশ এলাকাতে ১০ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে।
বিজ্ঞাপন
তিনি জানান, তবে আজ রাত থেকে তাপমাত্রা কিছুটা বাড়ার ইঙ্গিত রয়েছে। সপ্তাহজুড়ে কোথাও কোথাও শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ চলে গেলে এ মৌসুমে এমন শৈত্যপ্রবাহ আর দেখা দেওয়ার সম্ভাবনা নেই।
আবহাওয়া অফিসের তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে, ঢাকা, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের প্রায় সব এলাকাতেই এখন শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কোনো কোনো এলাকাতে তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে এসেছে। এসব এলাকায় তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
বিজ্ঞাপন
কুড়িগ্রাম ও রাজশাহী জেলার ওপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, নিকলি, শ্রীমঙ্গল, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল এবং ভোলা অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।
সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকলেও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আর চট্টগ্রাম ও বরিশাল বিভাগের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে। তবে অন্যান্য এলাকায় প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া সারাদেশের দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
ঢাকায় বাতাসের গতি ও দিক ছিল উত্তর-পশ্চিম/উত্তর দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কি.মি.। আর বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫১ শতাংশ। আগামী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। বর্ধিত ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, রাতের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।
একে/এইচকে