আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শীত কমলেও নদী অববাহিকায় কুয়াশার পরিমাণ বেশি থাকবে, সংগৃহীত ছবি

গত কয়েকদিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ স্থানে বেড়েছে শীতের তীব্রতা। গত দুই বছরের মধ্যে সবচেয়ে কম তাপমাত্রা বিরাজ করছে ঢাকায়। অনেক জায়গায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ও তীব্র শৈত্যপ্রবাহ। তবে আগামীকাল (বুধবার) থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে। কমে আসতে পারে শৈত্যপ্রবাহের দাপট।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ  এ তথ্য জানিয়েছেন। আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরতে গিয়ে তিনি ঢাকা পোস্টকে বলেন, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৫ ডিগ্রি থেকে ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে উঠে এসেছে।

আবহাওয়া কর্মকর্তা বলেন, এ রকম শীত ও মৃদু আকারের শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন থাকার সম্ভাবনা রয়েছে। তবে এর তীব্রতা কমে যাবে। আর এ মাসে শৈত্যপ্রবাহের সম্ভাবনা আপাতত নেই। শীত আরও কিছুদিন থাকবে।

আবহাওয়ার অফিসের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত কয়েকদিন ধরেই দেশের অধিকাংশ এলাকায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। রংপুর ও রাজশাহী বিভাগসহ অধিকাংশ এলাকায় মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে গেছে। চলতি মৌসুমে এ প্রথম এতো বিস্তৃত হয়েছিল শৈত্যপ্রবাহ। তবে এবারের শৈত্যপ্রবাহে কোনো বৃষ্টির দেখা মেলেনি।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। বিশেষ করে নদী অববাহিকায় এ কুয়াশার পরিমাণ বেশি থাকবে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে শীত ও কুয়াশা স্বাভাবিক অবস্থায় থাকবে।

ঢাকায় বাতাসের গতি ও দিক খুব একটা পরিবর্তন হয়নি। দেখা যাচ্ছে, উত্তরপশ্চিম/উত্তর দিক থেকে ঘণ্টায় (৬-১২) কিলোমিটার গতিতে বাতাস বয়ে যাচ্ছে।

আর সিনপটিক অবস্থারও তেমন কোনো পরিবর্তন হয়নি। আবহাওয়া অফিস বলছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সোমবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৪৯ শতাংশ। আজকে (মঙ্গলবার) ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে।

একে/এমএইচএস