রাজধানীর খিলক্ষেত এলাকায় ট্রেনের ধাক্কায় আমিন বেপারী (৩৬) নামে এক রেলওয়ে কর্মচারী নিহত হয়েছেন। তিনি রেলওয়ের ওয়েম্যান হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে খিলক্ষেত বনরূপা রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিমানবন্দর রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে বনরূপা রেললাইন এলাকায় কাজ করছিলেন আমিন। এ সময় ঢাকার কমলাপুর থেকে ছেড়ে যাওয়া মহুয়া এক্সপ্রেস নামের ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান তিনি।

তিনি আরও বলেন, নিহতের মরদেহ সুরতহাল সম্পন্ন হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে জানতে পেরেছি।

এমএসি/এইচকে