বাড্ডায় ৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২
ইয়াবার সংগৃহীত ছবি
রাজধানীর বাড্ডা থানা এলাকায় অভিযান চালিয়ে পাঁচ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গ্রেফতাররা হলেন- মো. কেফায়েত উল্লাহ ও মো. আনোয়ার হোসেন।
অভিযানের নেতৃত্ব দেওয়া উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু জানান, সোমবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় বাড্ডার কাঁঠাল বাগান এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা ইয়াবা কেনা-বেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ ৫২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতার হওয়া প্রত্যেকেই মাদক বিক্রি ও সেবনের দায়ে অভিযুক্ত। এ সময় তাদের কাছ থেকে দুই হাজার ৩৫ পিস ইয়াবা, ৮৪ গ্রাম হেরোইন, দুই কেজি ৬২০ গ্রাম ২০ পুরিয়া গাঁজা ও চার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন জানান, গত রোববার (৩১ জানুয়ারি) সকাল ছয়টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩৭টি মামলা দায়ের করা হয়েছে।
এর আগে গত রোববার (২ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার ও গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ। গ্রেফতাররা হলেন, মো. রবিউল হোসেন, মো. দুলাল খাঁন ও মো. লালন খাঁন।
ডেমরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আজহারুল ইসলাম মুকুল জানান, গ্রেফতাররা দেশের সীমান্তবর্তী জেলা বি-বাড়িয়া থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকায় নিয়ে আসতো। এরপর রাজধানী ও আশপাশ এলাকার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করত।
জেইউ/এমএইচএস