সংযুক্ত আরব আমিরাতের একটি জাহাজ ছিনতহাইয়ের ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ওই জাহাজ ছিনতাই করে। সোমবার (১০ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২ জানুয়ারি রাওয়াবি নামক আমিরাতের একটি জাহাজ যখন ইয়েমেনে সৌদি ফিল্ড হাসপাতালের জন্য কার্গো নিয়ে যাচ্ছিল তখন সাগর থেকে এটি ছিনতাই করে হুথি বিদ্রোহীরা। এ ধরনের কার্যকলাপ ইয়েমেনের যুদ্ধ-বিধ্বস্ত এলাকায় মানবিক ও ত্রাণ কাজকে বাধাগ্রস্ত করে এবং এটি নৈতিকভাবে অযৌক্তিক এবং আন্তর্জাতিক নিয়ম ও মূল্যবোধের প্রতি অসম্মান প্রদর্শনের একটি উদাহরণ।  

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ উদ্বিগ্ন যে, সৌদি আরব এবং এর জোট অংশীদারদের দ্বারা পরিচালিত মানবিক ও ত্রাণ কার্যক্রমের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে এ ধরনের অসংবেদনশীল এবং বেআইনি কাজগুলোর পুনরাবৃত্তি করা হচ্ছে। বাংলাদেশ বিশেষভাবে নিন্দা জানাচ্ছে, কারণ জাহাজটি ছিনতাই উদ্দেশ্যপ্রণোদিত এবং বেআইনি। এটি আন্তর্জাতিক মানবিক আইনেরও চরম লঙ্ঘন।

সৌদি আরব এবং এর ভ্রাতৃপ্রতিম জনগণের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি হয় এমন যেকোনো ধরনের কার্যক্রমের বিরোধিতা করে বাংলাদেশ এবং তাদের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করে। একই সঙ্গে বাংলাদেশ শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য আঞ্চলিক প্রচেষ্টার প্রতি অঙ্গীকারবদ্ধ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এনআই/আরএইচ/জেএস