পাকিস্তান হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী ও বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী। সাক্ষাতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বন্ধ থাকা আকাশ পথের যোগাযোগ পুনরায় চালু নিয়ে আলোচনা হয়েছে।

বুধবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে বেবিচক কার্যালয়ে ঘণ্টাব্যাপী চলে এ সাক্ষাৎ। বেবিচকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল কামরুজ্জামান সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন।

বেবিচক সূত্র জানায়, প্রায় দুই বছর ধরে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ফ্লাইট বন্ধ রয়েছে। সৌজন্য সাক্ষাতের মূল এজেন্ডা ছিল ফ্লাইট চালুর বিষয়টি। সম্প্রতি পাকিস্তান সরকার বাংলাদেশিদের ভিসা দেওয়ার ঘোষণা দেয়। তাই দুই দেশের মধ্যে ফ্লাইট চলাচল পুনরায় চালু করার বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনায় পাকিস্তান তাদের প্রস্তুতির কথা জানিয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে বেবিচক ফ্লাইট চালুর বিষয়টি ‘পর্যবেক্ষণ করা হবে’ বলে জবাব দিয়েছে।

সাক্ষাতে এভিয়েশনখাতে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

এর আগে ২০১৯ সালের মে মাস থেকে বাংলাদেশ ও পাকিস্তান একে অপরের দেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ ছিল। ফলে ঢাকা থেকে যাওয়া পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একমাত্র ফ্লাইটটিও বন্ধ ছিল।

তবে চলতি বছরের ৯ জানুয়ারি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক সংবাদে বলা হয়, বাংলাদেশি নাগরিকদের ওপর থেকে সব রকমের ভিসা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে পাকিস্তান। গত ৭ জানুয়ারি বাংলাদেশের পররাষ্ট্রে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহম্মেদ সিদ্দিকির বৈঠক অনুষ্ঠিত হয়। এরপরই এমন সিদ্ধান্তের কথা জানায় পাকিস্তান।

এআর/এসএম