ফাইল ছবি

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ডি ব্লকের একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

বুধবার (১৯ জানুয়ারি) রাত ৯টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। ৯টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেক জানান, ডি ব্লকের ৫ নম্বর সড়কের ৬৩১ নম্বর বাসার সাত তলায় আগুন লেগেছিল। ৯টার দিকে আমরা খবর পাই। বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট পাঠানো হয়। ৯টা ৪৫ মিনিটের দিকে আগুণ নিয়ন্ত্রণে আসে।  

প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। 

জেইউ/আরএইচ