গ্রেপ্তার জেএমবির দুই সদস্য/ ছবি: সংগৃহীত

চট্টগ্রাম কোতোয়ালী থানা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ১০ বছর ধরে পলাতক থাকা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট।

গ্রেপ্তাররা হলেন- আব্দুল করিম ওরফে আনোয়ার (৪৯) এবং নুর ইসলাম ওরফে নুরনবী ওরফে লিটন (৩৫)। তাদের দুজনের বাড়ি লালমনিরহাটের হাতীবান্দায়। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে করা হয়।

অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান জানান, গ্রেপ্তার দুজনই নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে ২০১০ সালের ২৭ ডিসেম্বর চট্টগ্রাম জেলার হাটহাজারী থানায় সন্ত্রাস বিরোধী আইন-২০০৯ (সংশোধনী/১৩) মামলা রয়েছে।

তিনি জানান, মামলাটি তদন্ত শেষে ২০১৬ সালের ২১ জুলাই তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। এর জিআর নং ৪৩৩/১৩। উভয়েই মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামি। গ্রেপ্তাররা দীর্ঘ ১০ বছর ধরে পলাতক ছিলেন। চার্জশিট হওয়ার পর থেকে তারা নিজেদের এলাকা ছেড়ে ঢাকাসহ বিভিন্ন জায়গায় আত্মগোপন করেন। অবশেষে আজ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয় অ্যান্টি টেররিজম ইউনিট। তাদের বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

জেইউ/এফআর