আরও এক বছর গণমাধ্যম ইনস্টিটিউটের ডিজি থাকছেন শাহিন
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক শাহিন ইসলাম/ ছবি: সংগৃহীত
আরও এক বছর জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালকের (ডিজি) দায়িত্বে থাকছেন শাহিন ইসলাম। বুধবার (৩ ফেব্রুয়ারি) তার অবসরোত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে তাকে এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ২০ ফেব্রুয়ারি অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক পদে শাহিন ইসলামকে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
বিজ্ঞাপন
চুক্তিভিত্তিক নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও এতে উল্লেখ করা হয়। এর আগে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এসএইচআর/এফআর
বিজ্ঞাপন