টানা দ্বিতীয় দিন ১৩ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট হাজার ১৭৫ জনে।
এ সময়ে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪৮৫ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৩৭ হাজার ৩০ জনে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নতুন করে ভাইরাসটি থেকে মুক্ত হয়েছেন ৬১১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৮১ হাজার ৯১৭ জন।
গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৩৭২টি নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা হয়েছে ১৫ হাজার ২৭৩টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৭ লাখ ৮ হাজার ৯০৭টি। সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৮ লাখ ৯১ হাজার ৪২৬টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় করা হয়েছে আট লাখ ১৭ হাজার ৪৮১টি।
বিজ্ঞাপন
মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৮ জন এবং নারী ৫ জন। তারা সবাই হাসপাতালে মারা গেছেন। মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ছয় হাজার ১৯৬ জন, বাকি এক হাজার ৯৭৯ জন নারী।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের বেশি নয় জন, ৫১ থেকে ৬০ বছরের তিন জন এবং ৩১ থেকে ৪০ বছরের এক জন রয়েছেন।
টিকাদান পরিকল্পনায় পরিবর্তন
প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে গণ টিকাদান পরিকল্পনায় কিছু পরিবর্তন আনা হয়েছে। প্রথম মাসের লক্ষ্যমাত্রা ৬০ লাখ থেকে কমিয়ে ৩৫ লাখ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।
দুপুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখ্য সচিবের সভাপতিত্বে টিকা বিতরণ সম্পর্কিত একটি বৈঠক হয়েছে। বৈঠক থেকে এ সিদ্ধান্তের কথা জানানোর পর পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে।’
বাংলাদেশকে অক্সফোর্ডের টিকাই দিচ্ছে কোভ্যাক্স
প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশকে ফাইজারের নয়, বরং অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাই দিচ্ছে কোভ্যাক্স। জোটটি প্রথম পর্যায়ে ১ কোটি ২৭ লাখ ডোজ টিকা দেবে, যার ৫০ লাখ ডোজ আগামী মার্চেই আসতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরে।
সকালে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. খুরশীদ আলম বলেন, ‘কোভ্যাক্স এক চিঠিতে জানিয়েছে বাংলাদেশকে তারা অক্সফোর্ডের টিকা দেবে। ফাইজারের টিকা পেলে তা সংরক্ষণের জন্য আমাদের খুব সমস্যায় পড়তে হতো। এখন অক্সফোর্ডের টিকা দিলে আমাদের জন্য ভালো হবে।’
জেডএস