ঢাকা পোস্টে প্রতিবেদন প্রকাশের পর গণবদলি করেছে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)। 

রোববার (৩০ জানুয়ারি) এক আদেশে ২৪ কর্মকর্তাকে বদলি করেছে বিভাগটি। ২০ জানুয়ারি ‘অতিরিক্ত দায়িত্বে চাপে আইএমইডি, শুনছে না জনপ্রশাসন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয় ঢাকা পোস্টে।

কর্মকর্তারা ঢাকা পোস্টকে বলেন, আইএমইডিতে আটটি সেক্টরের আট জন মহাপরিচালক রয়েছেন। এই আদেশে আট জন মহাপরিচালক, ছয় জন পরিচালক, ছয় জন উপপরিচালক ও চার জন সহকারী পরিচালককে বদলি করা হয়েছে।

এ বিষয়ে জানতে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামানের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হয়। কিন্তু তিনি কল রিসিভ করেননি। 

এসআর/আরএইচ