খিলগাঁওয়ে লরির ধাক্কায় প্রাণ গেলো শিক্ষার্থীর, চালক পলাতক
ঢাকা রাজধানীর খিলগাঁওয়ে তেলের লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নাফিউল ইসলাম নাফিজ (১৪) নামে স্কুলছাত্র নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় নিরাপদ সড়ক আইনে মামলা প্রক্রিয়াধীন আছে। তেলবাহী লরিটি আটক করা গেলেও চালক এখনও পলাতক।
নাফিজ বরিশালের গৌরনদী উপজেলার বাসিন্দা। তার বাবার নাম এস এম কবীর উদ্দিন। বর্তমানে ৮২ দক্ষিণ বনশ্রী এলাকায় বড় ভাইয়ের সাথে থাকতো সে। নাফিজ বনশ্রী মডেল হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
বিজ্ঞাপন
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) খিলগাঁও থানার ডিইউটি অফিসার উপ-পরিদর্শক সুলেমান এ তথ্য নিশ্চিত করেছন। তিনি বলেন, শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে আমরা শুনেছি। নিহতের বাবা বাদী হয়ে মামলাটি করছেন। এর আগে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
খিলগাঁও থানা সূত্রে জানা যায়, খালাত ভাই সাজ্জাদ বিন আজাদ মোটরসাইকেলের তেল নিতে নাফিজকে সঙ্গে করে খিলগাঁওয়ের ত্রিমোহনী ব্রিজ সংলগ্ন তেলের পাম্পে যান। তেল নিয়ে ফেরার পথে একটি লরির ধাক্কায় দুইজন ছিটকে পড়ে যায়।
বিজ্ঞাপন
গুরুতর আহত অবস্থায় নাফিজকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত সোয়া ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
এমএসি/এমএইচএস