ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ হাঙ্গেরিকে শুভেচ্ছা হিসেবে পাঁচ হাজার ডোজ করোনা ভ্যাকসিন দেওয়ার প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ। শুভেচ্ছার এ ভ্যাকসিন নেবে না বলে জানিয়েছে হাঙ্গেরি। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) হাঙ্গেরি টুডে’র এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে হাঙ্গেরির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়, হাঙ্গেরিকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৫ হাজার ডোজ ভ্যাকসিন শুভেচ্ছা-হিসেবে দিতে চেয়েছিল বাংলাদেশ। তবে হাঙ্গেরি বাংলাদেশের এ শুভেচ্ছা উপহার নিতে চায় না।

দেশটির গণমাধ্যমে গত বুধবার (৩ ফেব্রুয়ারি) প্রকাশিত খবরে বলা হয়, সংযুক্ত যমজ শিশু রাবেয়া ও রোকাইয়াকে অপারেশনের মাধ্যমে আলাদা করা ও অ্যাকশন ফর ডিফেন্সলেস পিপল ফাউন্ডেশনের হাঙ্গেরিয়ান চিকিৎসকদের পাঁচশ রোগীর প্ল্যাস্টিক সার্জারির কৃতজ্ঞতা স্বরূপ হাঙ্গেরিকে শুভেচ্ছা ভ্যাকসিন দিতে চেয়েছিল বাংলাদেশ। এ প্রস্তাবের জন্য ধন্যবাদ জানালেও শুভেচ্ছার ভ্যাকসিন না নেওয়ার কোনো কারণ জানায়নি হাঙ্গেরির পররাষ্ট্র মন্ত্রণালয়। 

গত রোববার (৩১ জানুয়ারি) জাতীয় সংসদের একাদশ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছিলেন, ‘হাঙ্গেরি আমাদের কাছে পাঁচ হাজার ডোজ টিকা চেয়েছে। আমাদের যে স্টক আছে, সেখান থেকে আমরা দেব। বলিভিয়াও আমাদের কাছে টিকা চেয়েছে, সে বিষয়ে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।’

দেশে ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকাদান শুরু হয়েছে। ইতোমধ্যে সরকারের কেনা ৫০ লাখ ডোজ ও উপহার হিসেবে ভারতের পাঠানো ২০ লাখ ডোজ টিকা দেশে এসেছে। আগামী পাঁচ মাসে আরও আড়াই কোটি ডোজ দেশে পৌঁছানোর কথা রয়েছে।  

গত ২৭ জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের এক নার্সকে করোনার টিকা দেওয়ার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে টিকাদান প্রক্রিয়া চলমান।

এদিকে টিকা নিয়ে গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইন আছে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করছি বিএনপি-জামায়াত নেতাদের বিরুদ্ধে যেন এই আইন প্রয়োগ করা হয়।

এইচকে