উত্তরা অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট আবেদনের সময় বাড়ল
উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প/ ছবি- ঢাকা পোস্ট
উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের ‘এ’ ব্লকে ফ্ল্যাট আবেদনের সময় বাড়িয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। ফ্ল্যাট বরাদ্দের প্রসপেক্টাস, আবেদন ফরম বিক্রি এবং আবেদন ফরম জমা দেওয়ার সময় বাড়িয়ে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত করা হয়েছে। ৫ম পর্যায়ে বরাদ্দযোগ্য ফ্ল্যাটগুলোর আয়তন ১৬৫৪ বর্গফুট।
শুক্রবার (৫ জানুয়ারি) রাজউক সচিব শামীমা মোমেনের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, এ সংক্রান্ত যেকোনো তথ্য রাজউকের ওয়েব সাইটে থাকা হেল্প লাইন নম্বর এবং ই-মেলের মাধ্যমে জানা যাবে।
বিজ্ঞাপন
উত্তরা ১৮ নম্বর সেক্টরে ‘এ’ ব্লকে গ্রস ১৬৫৪ বর্গফুট আয়তনের বরাদ্দযোগ্য ফ্ল্যাট সম্পর্কে রাজউক সূত্রে জানা গেছে, ভবনগুলোর স্থাপত্য নকশাসমূহ স্থাপত্য অধিদপ্তরের প্রফেশনাল আর্কিটেকস এবং কাঠামোগত নকশাসমূহ গণপূর্ত অধিদপ্তরের প্রফেশনাল স্টার্কচারাল ডিজাইনার দিয়ে করানো হয়েছে। প্রকল্প এলাকায় ৫৫ শতাংশ জমি খেলার মাঠ, পার্ক, সবুজায়ন, রাস্তা ইত্যাদির জন্য উন্মুক্ত রাখা হবে।
প্রতিটি ফ্ল্যাটে ৩টি বেড রুম, একটি লিভিং রুম, একটি ডাইনিং রুম, একটি ফ্যামিলি লিভিং, ৪টি বারান্দা, ৪টি টয়লেট ও কিচেন থাকবে। এছাড়া ২০ জন ধারণক্ষমতা সম্পন্ন ২টি উন্নতমানের লিফট রয়েছে। ভবনে একটি প্রধান সিঁড়ি ও ২টি অগ্নিনির্বাপক সিঁড়ি থাকবে।
বিজ্ঞাপন
এএসএস/এইচকে