করোনাকালে সম্মুখযোদ্ধা হিসেবে নগর জুড়ে বাসাবাড়ির ময়লা সংগ্রহ ও অপসারণের কাজ করেছেন পরিচ্ছন্নকর্মীরা

সম্মুখযোদ্ধা হিসেবে পরিচ্ছন্নকর্মীদের টিকা দেওয়ার দাবি জানিয়েছে রাজধানী ঢাকায় কর্মরত পরিচ্ছন্নকর্মীরা। এ বিষয়ে আগামীকাল মিরপুর-২ এ এক সংবাদ সম্মেলন করা হবে বলে জানিয়েছেন পরিচ্ছন্নকর্মীদের ফাউন্ডেশন প্রাইমারি ওয়েস্ট কালেকশন সার্ভিস প্রোভাইডারের (পিডব্লিউসিএসপি) সভাপতি নাহিদ আক্তার লাকী।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) নাহিদ আক্তার লাকী বলেন, পরিচ্ছন্নকর্মীরা করোনাকালে সম্মুখযোদ্ধা হিসেবে নগর জুড়ে বাসাবাড়ির ময়লা সংগ্রহ ও অপসারণের কাজ করেছে। কিন্তু তারা ব্যক্তিগত সুরক্ষা থেকে এখনো বঞ্চিত হচ্ছে। সব সম্মুখযোদ্ধারা টিকা পাবার আওতায় আসলেও আমরা এখনও এর আওতায় আসতে পারিনি। তাই অতি দ্রুত সম্মুখযোদ্ধা হিসেবে পরিচ্ছন্নকর্মীদের টিকা দানের দাবিতে পরিচ্ছন্নকর্মীদের ফাউন্ডেশন প্রাইমারি ওয়েস্ট কালেকশন সার্ভিস প্রোভাইডারের পক্ষ থেকে দাবি জানাচ্ছি।

এদিকে গতকাল (বৃহস্পতিবার) মহাখালী জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে ক্যানসার দিবস উপলক্ষে আলোচনা সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাভাইরাসের টিকা নিয়ে সমালোচকদের বিভিন্ন গুজব, অপপ্রচারেও মানুষের আগ্রহ বাড়ছে। টিকা পেতে বৃহস্পতিবার পর্যন্ত দেড় লাখ মানুষ নিবন্ধিত হয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যারা নিবন্ধন করতে পারবে না তাদের স্বাস্থ্যকর্মীরা সহযোগিতা করবে। এছাড়াও সারাদেশের গ্রামে-গঞ্জে ভ্যাকসিন নিবন্ধনের জন্য মাইকিং, জন প্রতিনিধিদের মাধ্যমে সাধারণ মানুষকে উদ্বুদ্ধকরণসহ গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে জোরলো প্রচারণা চালানো হচ্ছে। তিনি বলেন, দেশের সব মানুষকে করোনার টিকা দেওয়া হবে, এজন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। নিবন্ধন এখন দ্রুত বাড়ছে।

মন্ত্রী আরও বলেন, দেশে ৭০ লাখ ডোজ টিকা এসেছে, পর্যায়ক্রমে সব দেওয়া হবে। ক্রয় করা তিন কোটি টিকা এ বছর দেওয়া হবে, এছাড়া কোভ্যাক্স থেকে ৬ কোটি টিকা পাওয়া যাবে। পৃথিবীর অনেক দেশ যেখানে করোনার টিকা আনতে পারেনি, সেখানে আমরা নিয়ে আসতে পেরেছি।

জাহিদ মালেক বলেন, টিকা নিয়ে অনেকে আজেবাজে কথা বলে। যারা গুজব ছড়ায় তারা দেশের মানুষের ভালো চায় না। এটা আমরা করতেও দেব না। আমরা সারাবছর টিকা নেব, করোনা নিয়ন্ত্রণে আসবে।

এএসএস/এমএইচএস