‘সুরক্ষায়’ ২৪ ঘণ্টায় এক লাখ নিবন্ধন
প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে টিকা পেতে ‘সুরক্ষা’ ওয়েবসাইটে নিবন্ধনের হিড়িক পড়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় টিকা নিতে এক লাখ লোক নিবন্ধন করেছেন। সবমিলিয়ে গত ৯ দিনে নিবন্ধন করেছেন দুই লাখ ৪৬ হাজার ২৬৭ জন।
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি বলেন, দেশে এ পর্যন্ত যে ৫৬৭ জন টিকা নিয়েছেন, তারা সবাই সুস্থ আছেন। সুতরাং টিকা নিয়ে অপপ্রচারে কান না দিয়ে, সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানাচ্ছি।
বিজ্ঞাপন
টিকা নিয়ে একদল লোক গুজব ছড়াচ্ছে এবং অপপ্রচার করছে জানিয়ে নাসিমা সুলতানা বলেন, টিকার প্রতি মানুষের আগ্রহ তবু বাড়ছে। টিকা নিতে ‘সুরক্ষা’ ওয়েবসাইটে বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার দুপুর পর্যন্ত নিবন্ধন করেছেন এক লাখের বেশি মানুষ। এ পর্যন্ত মোট দুই লাখ ৪৬ হাজার ২৬৭ জন মানুষ নিবন্ধন করেছেন।
তিনি বলেন, বিভিন্ন টিকার কার্যক্রমে বা স্বাস্থ্য সেবা দিতে যে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি যান, তারা অপারগদের টিকার নিবন্ধন করতে সহায়তা করবেন। নিবন্ধন করতে বাড়ি বাড়ি গিয়ে সহায়তা করা হবে। এছাড়াও ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রেও তারা সহযোগিতা পাওয়া যাবে। নিবন্ধন করতে ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক ও উপজেলা হাসপাতালে কর্মরত স্বাস্থ্যসেবা সহকারী কর্মীরা সহযোগিতা করবেন বলেও জানান নাসিমা। নিবন্ধন নিয়ে কোনো সমস্যা হলে ৩৩৩ নম্বরে ফোন করার পরামর্শ দেন স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা।
বিজ্ঞাপন
করোনায় আরও ৭ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট হাজার ১৮২ জনে। এ সময়ে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪৩৫ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৩৭ হাজার ৪৬৫ জনে।
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নতুন করে ভাইরাসটি থেকে মুক্ত হয়েছেন ৫০৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৮২ হাজার ৪২৪ জন।
গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৪১১টি নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৫৬৬টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৭ লাখ ২৪ হাজার ৪৭৩টি। সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৯ লাখ ১ হাজার ৭০৫টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় করা হয়েছে আট লাখ ২২ হাজার ৭৬৮টি।
মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪ জন এবং নারী ৩ জন। তারা সবাই হাসপাতালে মারা গেছেন। মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ছয় হাজার ২০০ জন, বাকি এক হাজার ৯৮২ জন নারী। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের বেশি ৪ জন, ৫১ থেকে ৬০ বছরের ১ জন এবং ৩১ থেকে ৪০ বছরের ১ জন রয়েছেন।
টিআই/এইচকে