পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ফাইল ছবি

‘ষড়যন্ত্রকারীরা’ বানের পানির মতো ভেসে যাবে মন্তব্য করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আওয়ামী লীগের মূলশক্তি গ্রামগঞ্জের সাধারণ মানুষ। তারা বাংলাদেশকে নিজের সন্তানের মতো ধারণ করেন। আল জাজিরাকে তারা পাত্তা দেন না। 

বাংলাদেশ নিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সাম্প্রতিক প্রামাণ্যচিত্র সম্পর্কে পরিকল্পনামন্ত্রী এ মন্তব্য করেন। শনিবার (০৬ ফেব্রুয়ারি) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনন্সিটিউটে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত স্মরণে আয়োজিত সভায় মন্ত্রী বলেন, আওয়ামী লীগ একটি সার্বজনীন শক্তি। এর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র টিকবে না। 

বঙ্গবন্ধু অ্যাকাডেমি আয়োজিত স্মরণসভায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান আরও বলেন, নানা কাঠখড় পুড়িয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে আল জাজিরা ‘কাট অ্যান্ড পেস্ট’ করে এডিটিং কারসাজিতে এটা কী করল! আমার প্রশ্ন- এটা তারা করছে কেন? 

আল জাজিরাকে ‘তথ্য কোম্পানি’ আখ্যা দিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, তারা কেন এভাবে আমাদের টার্গেট করল? পায়ের ছাপ ধরে ধরে পুলিশ যেমন চোর ধরে, আল জাজিরার নিউজ করানোর ক্ষেত্রেও কিছু লোকের পায়ের ছাপ আমরা দেখছি। 

বাংলাদেশ এগিয়ে যাচ্ছে জানিয়ে ‘ষড়যন্ত্রকারীদের’ বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। মন্ত্রী বলেন, আমরা যদি এক হয়ে থাকি আমাদের কেউ ক্ষতি করতে পারবে না। বিএনপি একটানা ২০ থেকে ২৫ বছর মিথ্যাচার করে পারে নাই, এরাও (আল জাজিরা) পারবে না। আওয়ামী লীগ দেশের মানুষকে যেভাবে এক করেছে, তাতে ষড়যন্ত্রকারীরা বানের পানির মতো ভেসে যাবে। কেউ টিকবে না। 

এসআর/এইচকে