ছবি- ঢাকা পোস্ট

আল জাজিরার প্রতিবেদন সম্পর্কে সবাই জানেন। এই সমস্ত অপপ্রচার করে বাংলাদেশের মানুষকে ধোঁকা দেওয়া যাবে না বলে মন্তব্য করে পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন, কিছু সময়ের জন্য কিছু মানুষকে বোকা বানানো যায়। সব সময় মানুষকে ধোঁকা দেওয়া বা বোকা বানানো যায় না। দেশের মানুষ সচেতন।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা শিক্ষক পরিষদের উদ্যোগে ‘আল জাজিরার অপপ্রচার-টার্গেট শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজুর সভাপতিত্ব অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী সাবেক একান্ত ব্যক্তিগত সহকারি (এপিএস) সাইফুজ্জামান শিখর এমপি।

এনামুল হক শামীম বলেন, দেশের মানুষের চিন্তা চেতনা সবটাই এখন হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে। শেখ হাসিনার বাইরের দেশের মানুষ আর কিছুই চিন্তা করে না। শেখ হাসিনা, আওয়ামী লীগ ও নৌকার বাইরে দেশের মানুষ আর কিছু চিন্তা করে না। আল জাজিরা দিয়ে বা অন্যভাবে ষড়যন্ত্র করেন। কোনো অসুবিধা নেই। কিন্তু শেখ হাসিনার আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করে পতন ঘটাবেন এমনটা চিন্তা করলে হবে বোকার স্বর্গে বসবাস করা।

বিএনপির সমালোচনা করে উপমন্ত্রী বলেন, আপনারা (বিএনপি) নির্বাচনের বিরুদ্ধে কথা বলেন। আপনারা আন্দোলন করতে চান। ১২ বছরে আপনারা অনেক আন্দোলনের তারিখ দিলেন। একটি দিনও আন্দোলন করতে পারেন নাই। বিএনপিকে কিভাবে রাজনৈতিক দল বলব। খালেদা জিয়া তাদের নেত্রী জেলে ছিলেন, কিন্তু একদিনের জন্য আন্দোলন করতে পারেনি। তাদের নেতাকর্মীরা তাদের নেত্রীকে মুক্ত করতে পারেনি। খালেদা জিয়া আজ গুলশানের বাসায়। এটা কার দয়া? উদারতা দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেগম জিয়া দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি। উদারতার মানে কিন্তু দুর্বলতা না।

বিএনপির রাজনৈতিক অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, মানুষ যখন অথৈ সমুদ্র পড়ে যায়, তখন সে কাছে যা পায় তাই আঁকড়ে ধরে বাঁচতে চায়। এখন বিএনপির রাজনৈতিক অবস্থাটা এরকমই হয়েছে। তাদের আন্দোলন করে লাভ নেই। বিএনপির আন্দোলন করে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে পারবে না। নির্বাচনে মানুষ ওদের ভোট দেয় না। আমরাও তো বিএনপি ও স্বৈরাচার এরশাদের সময়ে নির্বাচন করেছি। জিয়াউর রহমানের দুঃশাসনে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে ছিল। আপনারা মাঠে থাকবেন না। মানুষ ও কর্মীরাও আপনাদের সাথে থাকবে না। নেতা-নেত্রী যদি দুর্নীতিবাজ হয় কর্মীরা তাদের পাশে থাকে না। এটাই স্বাভাবিক।

বিশেষ অতিথির বক্তব্যে সাইফুজ্জামান শিখর বলেন, বিএনপি-জামায়াত দেশবিরোধী ষড়যন্ত্র ও গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছে। বিএনপির এসব চক্রান্তের পরেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে আল জাজিরার প্রতিবেদনে অর্থ বিনিয়োগ করে বাংলাদেশকে ধ্বংসের পায়তারা করছে।  

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু বলেন, মুজিব শত বর্ষ ও পদ্মা সেতু, মেট্টোরেল, ট্যানেলসহ বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমের বাংলাদেশকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। এমন সময় জাতীয় ও আন্তজার্তিক ষড়যন্ত্রের অংশ হিসেবে আল জাজিরা আজ গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি এই ষড়যন্ত্রের বিরুদ্ধে এগিয়ে আসার জন্য শিক্ষক সমাজের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. সাজিদুল ইসলাম, অধ্যক্ষ এস.এস একরামুল হক, মেহেরুন্নেছা, সাইদুর রহমান পান্না, অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজা, অধ্যক্ষ একেএম মোকসেদুর রহমান, উপাধ্যক্ষ হরিচাঁদ মন্ডল সুমন, অধ্যক্ষ মো. নজরুল ইসলাম প্রমুখ।

এইচএন/এনএম/ওএফ